নওগাঁর বদলগাছিতে ফিরোজ হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার ভোলার পালশা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েক বছর ধরে মালদ্বীপে থাকেন ফিরোজ হোসেন। প্রায় ৫ মাস আগে পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহার এলাকার ৫ থেকে ৬ জনকে মালদ্বীপে নিয়ে যান ফিরোজ ও রনী নামে দুইজন। কিন্তু সেখানে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দিতে পারেননি। গতকাল শুক্রবার টাকা ফেরত চেয়ে তাদের আত্মীয়-স্বজন দুলালের বাড়িতে যান। খবর পেয়ে স্থানীয় কিশোর গ্রুপ রানার নেতৃত্বে ১৫-২০ জন দুলালের স্ত্রী ও সন্তানের ওপর হামলা চালায়। এ ঘটনায় অন্তত দুইজন আহত হন। তবে অভিযুক্ত রানা বলেন, ‘আমি কাউকে মারধর করিনি এবং মারধর করার জন্য হুকুমও দিইনি।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন