অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারেন, নির্বাচন কমিশনকে (ইসি) সেই ব্যবস্থা নিতে বলেছে গণঅধিকার পরিষদ।
গতকাল বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর দলটির সিনিয়র সহসভাপতি ফারুক হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী নির্বাচনে উপদেষ্টা পরিষদের কেউ যেন ভোটে অংশ নিতে না পারে, সেই বিধান করার জন্য আমরা বলেছি। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে বৈঠকে দলটির সাত সদস্যের প্রতিনিধি অংশ নেন। এ সময় তারা ৯টি দাবি তুলে ধরেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ছাত্রনেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন বলে আলোচনা রয়েছে।

