রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক ‘ভবনসংক্রান্ত দুর্যোগের (ভূমিকম্প ও অগ্নি) ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি’বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে জাইকার সহায়তায় দিনব্যাপী অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। সেমিনারে রাজউক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাঝে প্রকল্পবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ বশিরুল হক।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘শুধু আইনের প্রয়োগ নয়, আমাদের ডিজাইন পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ও দুর্যোগ সহনশীল নকশা তৈরিতে উৎসাহ প্রদান করতে হবে। এ ছাড়াও নির্মাণ পর্যায়ে তদারকি ও গুণগত মান যাচাইয়ের জন্য একটি স্বচ্ছ এবং আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি।’
সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান বলেন, ‘ঢাকা একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। এ ছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে আমরা বারবার ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা প্রত্যক্ষ করেছি। এসব ঘটনার প্রতিটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে কোনো আপস করা চলে না। এই লক্ষ্য পূরণে রাজউক ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় ভবন বিধিমালা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছে। কিন্তু শুধু বিধিমালা থাকলেই হবে নাÑ আমাদের প্রয়োজন প্রয়োগে কঠোরতা, প্রযুক্তিনির্ভরতা এবং সচেতন অংশগ্রহণ।’ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের টিম লিডার ড. টাটসু নারাফু।
অনুষ্ঠানে প্রকল্পের সার-সংক্ষেপ তুলে ধরেন রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মনিরুল হক। এ ছাড়াও ভূমিকম্প ও অগ্নিঝুঁকি হ্রাসবিষয়ক একটি উপস্থাপনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাকিব আহসান। এ সময় প্রকল্পের রূপরেখা উপস্থাপন করেন বাংলাদেশ প্রধান তোমোহিদে উচিগুচি।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ প্রকল্প সংশ্লিষ্ট রাজউকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

