রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বরিশাল ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ১১:০২ পিএম

বরিশাল মৎস্য অফিসে জব্দ করা জাটকা লুট

বরিশাল ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ১১:০২ পিএম

বরিশাল মৎস্য অফিসে  জব্দ করা জাটকা লুট

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে জব্দ জাটকা নিয়ে চরম বিশৃঙ্খলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দায়িত্বরত চার আনসার সদস্য চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। গত শুক্রবার রাত ১০টার দিকে শত শত মানুষ অফিস প্রাঙ্গণে ঢুকে জব্দ করা জাটকা লুট করে নিয়ে যায়।

জানা গেছে, মৎস্য কার্যালয়ের সামনে জব্দ করা জাটকা বিতরণের সময় মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে কার্টন সরিয়ে রেখে অল্প কিছু মাছ বিতরণের অভিযোগ ওঠে। এ নিয়ে সেখানে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা এক ঘণ্টারও বেশি সময় ধরে জাটকা লুটে মেতে ওঠে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জব্দ করা মাছ দুস্থদের মাঝে বিতরণের সময় কিছু জাটকা লুট হয়েছে, কিন্তু স্টাফরা মাছ সরিয়ে ফেলেছে এমন অভিযোগ অসত্য।

এর আগে গত শুক্রবার রাত ৯টার দিকে হঠাৎ মৎস্য অধিদপ্তরের মধ্যে হইচই শুরু হয়। কয়েকজন আনসার হুইসেল দিয়ে থামানোর চেষ্টা করলেও শত শত মানুষ মৎস্য অফিসে ঢুকে পড়েন। সরেজমিন দেখা যায়, জাটকার কার্টন নিয়ে কাড়াকাড়ি শুরু হয়। চলে নিজেদের মধ্যে মারামারি। অদূরে গ্যারেজের পাশে মৎস্য অফিসের কয়েকজন স্টাফ জাটকাভর্তি অন্তত তিনটি কার্টন ধরে রাখেন। একপর্যায়ে এক কার্টনভর্তি জাটকা লুট করে নিয়ে যায় উত্তেজিত জনতা। এ সময় ঘটনাস্থলে কিছু নারী ঠায় দাঁড়িয়ে ছিলেন।

ঘটনাস্থলে থাকা একাধিক নারী জানান, তারা প্রতারক। সব মাছ নিজেরা নিয়ে অল্প কিছু অফিসের সামনে রেখে গেট খুলে দিয়েছে। এরপর শত শত সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়েছে।

আমিন হাওলাদার নামের একজন বলেন, ‘মাছ ছিল ১০-১২ কার্টন। কিন্তু একটি কার্টনের মাছ বণ্টন করতে গেট খুলে দিলে হরিলুট শুরু হয়। তাদের থামাতে আনসারেরা চেষ্টা করেও পারেনি।

জাটকা নিতে আসা নগরের বদ্ধপাড়ার গৃহিণী নীহারীকা ম-ল বলেন, ‘একটা জাটকাও পাইনি। সব লুট হয়েছে। স্যারেরা পেছনে কার্টন ভর্তি করে রেখেছেন।’

শেরেবাংলা সড়কের মহসীন মিয়া বলেন, কয়েকটি মাদ্রাসার লোকজনকে বস্তা ভরে জাটকা দিয়েছে; কিন্তু গরিবেরা দাঁড়িয়ে থেকেও পায়নি।

এ ব্যাপারে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ‘আমি অভিযান করতে নিষেধ করেছিলাম, তারপরও করেছে। আমতলীতেও এভাবে মাছ লুট হয়েছিল। সহকারী মৎস্য কর্মকর্তা আবুল হাসানের নেতৃত্বে অফিসের সামনেই বাস থামিয়ে অভিযান চলে। এ সময় বেশ কিছু মাছ উদ্ধার করা হয়।’ তবে কী পরিমাণ মাছ উদ্ধার হয়েছে, তা জানাতে পারেননি তিনি।

মৎস্য কর্মকর্তা রিপন কান্তি আরও বলেন, ‘কিছু মাছ লোকজন নিয়েছে। সেখানে চারজন আনসার ছিল। স্টাফরা মাছ সরাননি। যারা বলেছে, তারা গুজব ছড়িয়েছে। স্টাফদের জাটকা নেওয়ার সুযোগ নেই।’

রূপালী বাংলাদেশ

Link copied!