গাজীপুরের কাপাসিয়ায় ‘মেধাবী নয় পরিশ্রমিরাই সফল হয়’ এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা সদরে অবস্থিত মডিউল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিচার বিভাগ সংস্কার কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি ও হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি শাহ্ আবু নাঈম মমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহ্ রিয়াজুল হান্নান। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাজহারুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন