রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হলো ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট। এটি মাস্টারকার্ডের সহযোগিতায় এবং প্রাইম ব্যাংক পিএলসির ব্যবস্থাপনায় আয়োজন করা হয়। সম্মেলনে ব্যাংকিং, ফিনটেক, প্রযুক্তি, বিনিয়োগ, নীতি, স্টার্টআপ এবং একাডেমিক ক্ষেত্রে কাজ করা প্রফেশনালরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে শনিবার এ সামিটের থিম ছিল ‘ফিউচার অব ফিনটেক : ডিজিটাল, ডিসেন্ট্রালাইজড, ডেমোক্রেটাইজ’। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন শীষ হায়দার চৌধুরী, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন