রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০১:৫৫ এএম

বিচারকের আসনে তারা

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০১:৫৫ এএম

বিচারকের আসনে তারা

বাংলাদেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে আরটিভি আয়োজন করছে ‘আরটিভি লিটল স্টারÑ আগামীর কণ্ঠস্বর’। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় পপ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, বর্তমান সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা।

আরটিভি ইতিপূর্বে লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’, ‘বাংলার গায়েন সিজন২’ ও ‘বাংলার গায়েন ইউএসএ’ এবং তরুণ সংগীতশিল্পীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’, ‘ইয়াং স্টার সিজন২’ ও ‘ইয়াং স্টার ইউএসএ’-এর বিপুল জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার অলনাইন রেজিস্ট্রেসনের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রতিযোগীর আবেদন থেকে প্রাথমিকভাবে ৫ হাজার প্রতিযোগীকে বাছাই করেন বিচারকরা। এই ৫ হাজার থেকে বিচারকগণের বিচার-বিশ্লেষণে ১৫০ জনকে বাছাই করা হয় স্টুডিও রাউন্ডের জন্য।

আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ১৫০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় ‘আরটি ভিলিটল স্টারÑ ‘আগামীর কণ্ঠস্বর’র চূড়ান্ত বাছাই পর্ব। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে ফোক রাউন্ড, রবীন্দ্রসংগীত এবং নজরুলগীতি রাউন্ড, মডার্ন সং রাউন্ড, ব্যান্ড রাওউন অনুস্থিত হবে।

আরজু আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। সার্বিক তত্তাবধানে রয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব।

অনুষ্ঠানটি গতকাল থেকে প্রচার শুরু হয়েছে, প্রতি শনিবার এবং বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে। একইসঙ্গে লাইভ সম্প্রচার হবে আরটিভি লাইভ আপটেড ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। অনএয়ার শেষে আপলোড হবে আরটিভি রিয়েলিটি শো ইউটিউব চ্যানেলে।

রূপালী বাংলাদেশ

Link copied!