দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শহীদ মিনার ছাড়বেন না।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় শহীদ মিনারে দেখা যায়, আন্দোলনকারী শিক্ষকরা ত্রিপল ও চাদর বিছিয়ে খোলা আকাশের নিচে শুয়ে আছেন। কেউ ক্লান্ত শরীর বিশ্রাম দিচ্ছেন, কেউবা দিনভর আন্দোলনের আলোচনা চালিয়ে যাচ্ছেন, আবার কেউ কেউ আহতদের খোঁজখবর নিচ্ছেন।
এ সময় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক নেতা বলেন, আমরা ন্যায়সঙ্গত দাবির পক্ষে আন্দোলন করছি। দশম গ্রেড না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।
পটুয়াখালী থেকে আসা সহকারী শিক্ষক আনসারুল ইসলাম বলেন, অনার্স-মাস্টার্স করে আমরা শিক্ষকতা করছি, কিন্তু এখনো ১৩তম গ্রেডে আছি। অথচ প্রশাসনিক কর্মকর্তারা দ্রুত ১০ম গ্রেড পাচ্ছেন। এই বৈষম্য মানা যায় না।
মোমবাতি প্রজ্জ্বলন ও আটক শিক্ষকদের মুক্তির দাবি
পুলিশি হামলা ও সহকর্মীদের আটকের প্রতিবাদে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। আন্দোলনের নেতা ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দীন মাসুদ বলেন, আমরা আটক পাঁচ শিক্ষককে মুক্তি ও আহতদের চিকিৎসা দাবি করছি।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ থেকে জয়পুরহাট, পটুয়াখালী, ধামরাই ও কুমিল্লার পাঁচ শিক্ষককে আটক করেছে পুলিশ। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভোর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি
রবিবার ভোর থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর আহ্বায়ক শামসুদ্দীন মাসুদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, দশম গ্রেডসহ তিন দফা দাবি ও পুলিশের হামলার প্রতিবাদে আমরা রোববার থেকে কর্মবিরতি পালন করবো এবং শহীদ মিনারে অবস্থান অব্যাহত থাকবে।
সহকারী শিক্ষকদের তিন দফা দাবিগুলো হলো :
দশম গ্রেডে বেতন নির্ধারণ
১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান
শতভাগ বিভাগীয় পদোন্নতি

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন