জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিত্যক্ত সুইমিংপুল এলাকা থেকে গাঁজাসহ দুই বহিরাগত শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাবির এক কর্মচারীর ছেলে আজিজুর রহমান শান্ত এবং গণপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ হাসান, যিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাস করেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জিন্নাহ জানান, সকাল সাড়ে ১১টার দিকে তারা পরিত্যক্ত সুইমিংপুল এলাকায় গাঁজা প্রস্তুত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাকর্মীরা সেখানে পৌঁছে তাদের আটক করেন।
এ বিষয়ে সহকারী প্রক্টর অসীম চন্দ্র রায় বলেন, ‘বহিরাগতদের কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। আমরা মাদকবিরোধী বিষয়ে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করি।’
তিনি আরও জানান, তাদের অভিভাবকরা লিখিত মুচলেকা দেওয়ার পর উভয়কে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত সুইমিংপুল এলাকা পর্যাপ্ত তদারকির অভাবে মাদকসেবন ও অন্যান্য অনৈতিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন