বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
তবে পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে বরখাস্তের কোনো সম্পর্ক নেই; দায়িত্বে অনুপস্থিত থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, সার্জেন্ট আরিফুল ইসলাম দায়িত্বে ছিলেন না। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।
এর আগে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেখা যায়, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গেলে রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করছেন সার্জেন্ট আরিফুল ইসলাম। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং সমালোচনার জন্ম দেয়।
পুলিশের ট্রাফিক বিভাগের একটি সূত্র জানায়, বরখাস্ত হওয়া সার্জেন্টের সেদিন মিরপুরের টোলারবাগ এলাকায় উচ্ছেদ অভিযানে থাকার কথা ছিল। কিন্তু তিনি ডিউটি ছেড়ে শেরেবাংলা নগরে যান, যেখানে বিএনপি নেতারা সমাবেশে অংশ নিচ্ছিলেন। পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
তবে বরখাস্তের সিদ্ধান্তটি ভিডিও ভাইরালের পর আসায় বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ঘটনাটি রাজনৈতিক সংবেদনশীল হয়ে ওঠায় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন