রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০১:৫৩ এএম

আনন্দিত বুবলী, গর্বিত আদর

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০১:৫৩ এএম

আনন্দিত বুবলী, গর্বিত আদর

দীর্ঘদিন ধরে নতুন সিনেমার খবরে নেই চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সর্বশেষ তাকে ‘জংলি’ সিনেমায় দেখা যায়। এরপর অনেকটাই নীরব হয়ে যান তিনি। এর মধ্যে নায়িকা উড়াল দেন যুক্তরাষ্ট্রে। সেখানে চিত্রতারকা শাকিব খানের সঙ্গে দারুণ সময় কাটিয়ে ফেরেন দেশে। এরপর আবার নীরব। ফলে বাড়ছিল অনুরাগীদের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ভাঙল এবার। নতুন সিনেমার খবর এলো বুবলীর। সিনেমার নাম ‘ঢাকাইয়া দেবদাস’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। এতে তার সহশিল্পী চিত্রনায়ক আদর আজাদ।

এই জুটিকে এর আগে তিনটি সিনেমায় দেখা গেছে। সৈকত নাসিরের ‘তালাশ’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো জুটি হয়ে বড় পর্দায় পথচলা শুরু আদর ও বুবলীর। সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালে। ২০২৩ সালে মুক্তি পায় তাদের দ্বিতীয় সিনেমা ‘লোকাল’। এটি পরিচালনা করেন সাইফ চন্দন। গত বছর তারা অভিনয় করেন জাহিদ জুয়েলের ‘পিনিক’ সিনেমায়। এ সিনেমাটি গত ঈদে মুক্তির কথা শোনা গেলেও তা হয়নি। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায়। এর আগে ‘খেলা হবে’ নামের একটি সিনেমায় যুক্ত হলেও সেই সিনেমার খবর নেই।

তারই ধারাবাহিকতায় আবারও জুটি বাঁধলেন তারা। ‘ঢাকাইয়া দেবদাস’ নামের সিনেমায় দেখা যাবে বুবলী ও আদর আজাদকে। গত শুক্রবার সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয় রাজধানীর একটি ক্লাবে। পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপট নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন জাহিদ হোসেন।

এদিন ঘোড়ার গাড়িতে চড়ে মহরতে আসেন বুবলী। এসে সংবাদ মাধ্যমের উদ্দেশে বলেন, ‘দীর্ঘ সময় পর প্রিয় মানুষদের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে।’

এরপর তিনি বুবলী বলেন, ‘আমি খুবই আনন্দিত এই সিনেমায় যুক্ত হতে পেরে। যেহেতু ঢাকাইয়া নাম আছে তাই ঐতিহ্যের দারুণ কিছু হবে। জাহিদ হোসেন ঢাকার শহরের আর্কাইভ। গল্পটি ভিন্ন কিছু করার মতো। আমিও এ ধরনের গল্পের জন্য মুখিয়ে থাকি। এই সিনেমায় দর্শক আমাকে ভিন্নভাবে আবিষ্কার করবে। আশা করি, খুবই ভালো কিছু হবে। ঢাকাবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা। ঢাকাইয়া মেয়ে দেখতে হলে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটি দেখতে হবে।’

নির্মিতব্য সিনেমাটি নিয়ে পরিচালক জাহিদ হোসেন বলেন, ‘পুরান ঢাকার আদি সংস্কৃতির সঙ্গে চিরন্তন প্রেমের গল্পে ভিন্নরূপ পাবে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায়। সাহিত্যের নন্দিত এই চরিত্রের সঙ্গে ঢাকাইয়া সংস্কৃতির মিশেলে সিনেমাটি গতানুগতিকতার বাইরে ভিন্নরূপ পাবে।’

পুরান ঢাকার খাবার, পঞ্চায়েত প্রথা, পুরান ঢাকার সামাজিক ও ধর্মীয় উৎসব সিনেমাটিতে তুলে ধরা হবে বলেও জানান তিনি। ঢাকাইয়া ভাষায় নির্মিতব্য এই সিনেমাটি চলচ্চিত্রের এই দুঃসময়ে আশার আলো হয়ে দেখা দেবে বলেও আশা প্রকাশ করেন জাহিদ।

সিনেমাটির নাম ভূমিকায় থাকা চিত্রনায়ক আদর আজাদ বলেন, ‘গল্পে কিছু মজার জায়গা আছে বলেই সিনেমাটির সঙ্গে আমার পথচলা। এমন ঐতিহাসিক কাহিনির গল্পের সিনেমাতে বিনিয়োগ করার জন্য প্রযোজককে আন্তরিক ধন্যবাদ জানাই। ঢাকার ইতিহাসের সঙ্গে পথচলার সঙ্গী হতে পেরে আমি গর্বিত।’

মহরতে বুবলীর প্রশংসা করে পরিচালক জাহিদ বলেন, ‘বুবলী গ-ি থেকে বেরিয়ে ভিন্ন কিছু করতে চায়। তার মধ্যে সেই জাগরণ আছে। এরই মধ্যে অনন্য কিছু সিনেমা উপহার দিয়েছেন। তারকার তারকা বুবলী।’

জানা গেছে, নতুন বছর ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব দিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে সিনেমার চিত্রায়ণ। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এক্সেল ফিল্মস ও রেভ্যুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল।

ব্যক্তিগত খবরের পাহাড় টপকে অবশেষে নতুন সিনেমার খবরে নিজের নাম লেখালেন বুবলী! প্রায় ৮ মাস পর তিনি হাজির হচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমা নিয়ে।

রূপালী বাংলাদেশ

Link copied!