চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ভূ-রাজনৈতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৫। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী এই আয়োজন আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে।
সিজিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমান জানান, এবারের সম্মেলনে ৮৫ দেশের ২০০ আলোচক, ৩০০ ডেলিগেট এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ।
বিওবিসির এবারের প্রতিপাদ্য ‘প্রতিদ্বন্দ্বী, বিদ্রোহী, ধর্ম’। আলোচনায় থাকছে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা, জোট পুনর্গঠন, তথ্যযুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি ও অভিবাসনসহ সমসাময়িক নানা ইস্যু।
সিজিএস জানায়, এশিয়ার সবচেয়ে বড় ট্র্যাক-২ কূটনৈতিক প্ল্যাটফর্মে বে অব বেঙ্গল অঞ্চলের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক গুরুত্ব তুলে ধরা হবে। সম্মেলনের বিস্তারিত সূচি ও আলোচকদের তালিকা পাওয়া যাবে বিওবিসির অফিসিয়াল ওয়েবসাইটে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন