পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুক্রবারের ভূমিকম্প দেশে দুর্যোগ প্রস্তুতির ঘাটতি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, ‘এটা আমাদের জন্য বড় ধরনের সতর্কবার্তাÑ এটাকে গুরুত্ব দিয়ে আমলে নিতে হবে।’ গতকাল শুক্রবার সকালে ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ‘গত পাঁচ বছরে এত জোরালো ভূমিকম্প আমি অনুভব করিনি। বারবার যে সতর্কবার্তা আসছে, তা আমাদের বোঝা উচিত। ঢাকা শহরে খোলা জায়গার অভাব আমাদের ভয়াবহ ঝুঁকিতে ফেলছে।’
তিনি আরও বলেন, অগ্নিঝুঁঁকি এবং ভূমিকম্প দুটির ঝুঁকিই সমানভাবে বাড়ছে। তাই এ দুটি দুর্যোগ মোকাবিলায় কমপক্ষে তিন বছরের সমন্বিত পরিকল্পনা নিয়ে এগোনো উচিত। দুর্যোগের সময় সাধারণ মানুষ কীভাবে সরে যাবে, কোথায় আশ্রয় নেবে এসব বিষয় আগেই নির্ধারণ ও অনুশীলন করা জরুরি বলে তিনি মত দেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন