বগুড়ার দুপচাঁচিয়ায় নীলিমা গোস্বামী (৩৬) নামের এক গৃহবধূ গ্যাসের ট্যাবলেট (কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছেন। নিহত নীলিমা উপজেলার তালোড়া ইউনিয়নের খানপুর গ্রামের প্রবাসী কাজল গোস্বামীর স্ত্রী। গত রোববার বেলা আনুমানিক সাড়ে ৩টার সময় এই গ্যাসের ট্যাবলেট খাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। নিহতের মেয়ে পল্লবী গোস্বামী জানান, তার বাবা কাজল গোস্বামী দুই বছর যাবৎ দুবাইয়ে অবস্থান করছেন। তিনি, তার মা ও তার ছোট দুই ভাই-বোন ও দাদা-দাদিসহ একত্রে বসবাস করেন। রোববার বেলা আনুমানিক সাড়ে ৩টার সময় তার মা তাকে বলেন, তিনি গ্যাসের ট্যাবলেট খেয়েছেন এবং তার মাথা ঘুরছে। এ ঘটনায় দ্রুত তার দাদাসহ প্রতিবেশীদের সহযোগিতায় তার মাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসানপাতালে (শজিমেক) পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৬টায় তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন