ডেঙ্গুর বিস্তার সিলেটে আবারও উদ্বেগ বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা নভেম্বর মাসে একদিনে শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। গতকাল রোববার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ মাসে এখন পর্যন্ত সিলেটে মোট ১৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন। এর মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন করে রোগী ভর্তি আছেন। হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জের একই শ্রেণির হাসপাতালে ২ জন এবং সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪৮২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ২৩৮ জন, মৌলভীবাজারে ৯৫ জন, সিলেটে ৭৮ জন এবং সুনামগঞ্জে ৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার আচরণগত ও জেনেটিক পরিবর্তনের কারণে ডেঙ্গুর প্রকোপ দীর্ঘায়িত হচ্ছে। সাধারণত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুর বিস্তার বেশি থাকলেও এ বছর নভেম্বরের শেষ দিকেও সংক্রমণ কমছে না। তাছাড়া আগে এডিস মশা শুধু দিনে কামড়ালেও এখন দিন-রাত যেকোনো সময়েই কামড়াচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের স্থান পরিষ্কার রাখা, স্থির পানি অপসারণ এবং দিন-রাত যেকোনো সময় ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন