টানা ৫ দিন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অভিভাবকহীন থাকার পর সেখানে নতুন প্রধান প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে। তার নাম কাজী গোলাম মোস্তফা। তিনি প্রেষণে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প দেখভাল করতেন। তিনি এক মাস তেরো দিন পর অবসরে যাবেন। কিন্তু নিয়োগ পেতে পেতে পাঁচ দিন লেগে যাওয়ায় তার চাকরির মেয়াদকাল এক মাস আট দিনে দাঁড়াল।
জানা গেছে, প্রধান প্রকৌশলী জাবেদ করিম ৩০ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যাওয়ার পর ৪ নভেম্বর পর্যন্ত এলজিইডি অরক্ষিত ছিল। নবনিযুক্ত প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা আজ রোববার যোগ দেবেন। কিন্তু এতটা সময় পদটি ফাঁকা রাখা হলেও তার নিয়োগপত্র ইস্যু করা হয় ২৯ নভেম্বর।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নবনিযুক্ত প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব পালন করবেন। অনুসন্ধানে জানা গেছে, জাবেদ করিমসহ দুই সদ্য সাবেক প্রধান প্রকৌশলীর চাকরির মেয়াদ সম্প্রসারণের তদ্বির থাকায় নতুন নিয়োগটি বিলম্বিত হয়েছে।

