ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ দুজন গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০২:৩৪ এএম

রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার বিকেলে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেনÑ মো. মিলন হোসেন (৩৯) এবং মো. শামিল ওরফে শামিল হোসাইন (২২)।

গতকাল শনিবার বিকেলে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি টিম সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করার সময় গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে ধোলাইপাড় গোলচত্তর সংলগ্ন টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে মহাসড়কের ওপর কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে ডিবির টিম সেখানে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরবর্তীতে তল্লাশিতে তাদের কোমরের পেছনে লুকানো দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।