সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১১:২৯ পিএম

গুচ্ছ ভর্তির আবেদন শুরু ১০ ডিসেম্বর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১১:২৯ পিএম

গুচ্ছ ভর্তির আবেদন  শুরু ১০ ডিসেম্বর

আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ২৭ মার্চ। পরীক্ষা চলবে ১০ এপ্রিল পর্যন্ত। ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর।

গতকাল রোববার বিকেলে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এতে এ বছরের ভর্তি পরিকল্পনা, যোগ্যতা, পরীক্ষার তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, এ বছর ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর, যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আগামী বছরের ২৭ মার্চ ভর্তি পরীক্ষা শুরু হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিট, ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, গুচ্ছ ভর্তিতে এবারও দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এ বছর গুচ্ছে থাকছে ১৯টি বিশ^বিদ্যালয়। বিশ^বিদ্যালয়গুলো হলোÑ ইসলামী বিশ^বিদ্যালয়; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, যশোর; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, পাবনা; বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়, রংপুর; গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, গোপালগঞ্জ; বরিশাল বিশ^বিদ্যালয়, বরিশাল; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, রাঙ্গামাটি; রবীন্দ্র বিশ^বিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ; ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর; নেত্রকোণা বিশ^বিদ্যালয়, নেত্রকোণা; জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, জামালপুর; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, চাঁদপুর; কিশোরগঞ্জ বিশ^বিদ্যালয়, কিশোরগঞ্জ; সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, সুনামগঞ্জ এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, পিরোজপুর।

রূপালী বাংলাদেশ

Link copied!