ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

নারী থেকে পুরুষ হয়ে যায় যে প্রাণী

অন্যরকম ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:৩২ এএম
এশিয়ান শিপসহেড র্যাস

দুনিয়ার বেশিরভাগ রহস্যই এখনো সমাধান করতে পারেননি বিজ্ঞানীরা। বিশেষ করে সমুদ্র নিয়ে আগ্রহের শেষ নেই। বিজ্ঞানী বা গবেষকরা তো বটেই সাধারণ মানুষও মাঝে মাঝে সমুদ্রের নানান রহস্যের সম্মুখীন হয়েছেন। তেমনই এক রহস্যের সাক্ষী হয়েছিলেন হিরোইউকি আরাকাওয়া নামের জাপানের একজন পুরোহিত। সেই সঙ্গে তিনি একজন প্রশিক্ষিত ডুবুরি। তিনি জাপানের তাতেয়ামা উপসাগরে একটি ডুবন্ত উপসানালয় বা মন্দিরের তত্ত্বাবধায়ক ছিলেন। ৩০ বছরের বেশি সময় তিনি প্রতিদিন পানির নিচে গিয়ে সেই মন্দিরে ঘণ্টা বাজাতেন। এর মধ্যেই তার সঙ্গে একটি মাছের পরিচয় হয়। সেই মাছটি প্রথম প্রথম খুব স্বাভাবিক আর দশটা মাছের মতোই ছিল। হিরোইউকি যখন মন্দিরে যেতেন মাছটি তার সঙ্গে প্রতিদিনই দেখা করতে আসত। বেশ বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের। হিরোইউকি মাছটির নাম দেন ইয়োরিকো। নাম ধরে ডাকলেই হাজির হয়ে যেত সে। এসব অবশ্য ৩০ বছর আগের ঘটনা। তবে সময় যতই এগোতে যাতে ইয়োরিকো নামের মাছটি বড় হতে থাকে। একসময় তার মাথা ফুলে উঠে একেবারে বিকট আকার ধারণ করে। আগের চেহারার সঙ্গে কোনো মিলই ছিল না তার। প্রথমে নারী মাছ হলেও পরে সে পুরুষ হয়ে ওঠে।

এই মাছ প্রথম নজরে আসে বিবিসি আর্থের একটি ডকুমেন্টরি তৈরির সময়। জাপানের সাডো দ্বীপের কাছে পানিতে চিত্রগ্রহণের সময় বিবিসি আর্থ ক্রুদের ক্যামেরায় রূপান্তরটি ধরা পড়লে প্রজাতিটি মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে। ২০১৭ সালে, এটি ব্লু প্ল্যানেট ২পর্ব ওয়ান ওশানে দেখানো হয়েছিল।

মাছটির আসল নাম হচ্ছে এশিয়ান শিপসহেড র্যাস। প্রকৃতির নিয়ম ভঙ্গের অন্যতম উদাহরণ এই মাছটি। জাপানে কোবুদাই নামেও পরিচিত। এরা মূলত পশ্চিম প্রশান্ত মহাসাগরের স্থানীয়, কোরিয়ান উপদ্বীপ, চীন, জাপান এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের চারপাশে পাথুরে প্রাচীর অঞ্চলে বাস করে। ফোলানো মাথা আর লম্বা চোয়াল এলিয়েনের রূপ দিয়েছে এদের। এদের দাঁত দেখতেও বেশ ভয়ংকর। যা দেখে রীতিমতো গা ছমছম করবে আপনার। এমনকি বাঙালি হয়ে এই মাছ খাওয়ার রুচি নাও হতে পারে।