বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


আলমগীর আলম, পটিয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০১:০৫ এএম

লোকাল ট্রেন বন্ধ, দক্ষিণ চট্টগ্রামের মানুষের সীমাহীন দুর্ভোগ

আলমগীর আলম, পটিয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০১:০৫ এএম

লোকাল ট্রেন বন্ধ, দক্ষিণ চট্টগ্রামের মানুষের সীমাহীন দুর্ভোগ

করোনার সময়ে বন্ধ হওয়া চট্টগ্রাম-দোহাজারী রুটে লোকাল ট্রেন  চালু হয়নি দীর্ঘ পাঁচ বছরেও। জোড়াতালির একজোড়া ডেমু চলাচলও বন্ধ রয়েছে পাঁচ বছর  ধরে। চলতি বছরের শুরুতে চট্টগ্রাম-কক্সবাজার পর্যন্ত একজোড়া কমিউটার ট্রেন চালুর কথা ছিল। 

কিন্তু এটিও কখন চালু হবে তা নিশ্চিত করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে লোকাল ট্রেন বন্ধের কারণে দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াত ব্যয় বেড়ে যাওয়াসহ দুর্ভোগের অন্ত নেই। এ ছাড়া উৎপাদিত ফসল শহরে আনতে না পেরে ক্ষতির মুখে পড়েছে ওই অঞ্চলের হাজারো কৃষক। রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে দোহাজারী, দুপুর ২টায় দোহাজারী থেকে চট্টগ্রাম ও সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে দোহাজারী দুই জোড়া লোকাল ট্রেন চলাচল করত। 

২০১৯ সালে করোনার কারণে একজোড়া লোকাল ট্রেন চলাচল করত তা বন্ধ হয়ে যায়। সেই থেকে এখনো পর্যন্ত চালুর কোনো খবর নেই।

কক্সবাজারে রেল যোগাযোগ স্থাপনে ২০২৩ সালের ১ আগস্ট কালুরঘাট রেলসেতুর সংস্কার কাজ শুরু হয়। সে সময় ওই রুটে চলাচল করা একজোড়া ডেমু ট্রেন বন্ধ রাখা হয়। সে সময় বলা হয়েছিল, কক্সবাজারে রেল যোগাযোগ হওয়ার পর এই রুটে ফের লোকাল ট্রেন চালু হবে। কিন্তু পাঁচ বছর আগে বন্ধ হওয়া একজোড়া লোকাল ও ১ বছর আগে বন্ধ হওয়া একজোড়া ডেমুর একটিও আর চালু হয়নি। চলছি বছর ফেব্রুয়ারির শুরুর দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একজোড়া কমিউটার ট্রেন চালুর কথা থাকলেও সেটিরও খবর নেই। 

এ ট্রেন চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত প্রতিটি স্টেশনে থামার কথা ছিল। ঢাকা-কক্সবাজার রুটে দোহাজারীর পর আরও নয়টি স্টেশন স্থাপন করা হয়। তবে জনবলসহ বিভিন্ন কারণে কিছু স্টেশন চালু হলেও সবগুলো স্টেশন পুরোপুরি চালু করা যায়নি। এতে চট্টগ্রাম থেকে কক্সবাজার কমিউটার ট্রেন চালু সম্ভব হচ্ছে না। ফলে দোহাজারীসহ দক্ষিণ চট্টগ্রামের মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে দীর্ঘদিন ধরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে চট্টগ্রাম শহরে চাকরিজীবীসহ কয়েক হাজার মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। পটিয়াসহ এ এলাকা দিয়ে প্রতিদিন রেল কক্সবাজার ও চট্টগ্রাম আসা-যাওয়া করছে। কিন্তু আমরা কাক্সিক্ষত রেলসেবা থেকে বঞ্চিত। আমরা এই রুটে দ্রুত লোকাল ট্রেন চালুর দাবি জানাচ্ছি।

কক্সবাজারে রেল যোগাযোগ চালু হওয়ার পর এই রুটের গুরুত্ব অনেক বেড়েছে। আগে দোহাজারীর লোকজন রেলসেবা পেলেও এখন কক্সবাজার পর্যন্ত তা বিস্তৃত হয়েছে। তা সত্যি গর্বের বিষয়। চট্টগ্রাম থেকে কক্সবাজার কমিউটার ট্রেন চালু হলে সমস্যার সমাধান হয়ে যাবে। তবে কবে নাগাদ এ ট্রেন চালু হবে তার অপেক্ষায় দক্ষিণ চট্টগ্রামের লোকজন। চট্টগ্রাম-দোহাজারী- কক্সবাজার রেলওয়ে যাত্রীকল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা অবিলম্বে এই ট্রেনগুলো পুনরায় চালু করে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে মাননীয়  রেলমপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানিয়েছেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!