ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

যুবলীগ নেতা আটক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০১:০৩ এএম

পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ হারুন মৃধা নামের এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নওমালা ইউনিয়নের শোলাবুনিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। হারুন মৃধা নওমালা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং একই ওয়ার্ডের যুবলীগ সভাপতি। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাতে শোলাবুনিয়া বাজারে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে পুলিশের সোর্সের কাছে ইয়াবা বিক্রির সময় হারুন মৃধাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাউফল থানার এসআই মফিজুল ইসলাম বলেন, হারুন মৃধা একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে বাউফল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।