পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন (৫৩), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন (৪০) ও ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন সিকদার (৪০)।
থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির ইউনিয়ন কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন। পরবর্তীতে এ ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দশমিনা থানায় সাবেক এমপি ও আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত সন্দেহভাজন তিন আসামিকে গ্র্রেপ্তার করে।