সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রামের হাটহাজারী প্রবাসীদের বৃহৎ সংগঠন হাটহাজারী সমিতিকে ঐক্যবদ্ধ ও সময়োপযোগীভাবে পুনর্গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানবতা, ভ্রাতৃত্ব ও হাটহাজারী উপজেলার সর্বস্তরের প্রবাসীদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে আয়োজিত এই সভা গত শুক্রবার শারজাহর হুদায়বিয়া রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসান।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এস এম মোদাচ্ছের শাহ ও মুজিবুল হক মঞ্জুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ এবং প্রধান বক্তা ছিলেন নাসির উদ্দিন চৌধুরী।
মাওলানা নাছির উদ্দিনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি জসিম উদ্দিন তালুকদার, মীর মহিউদ্দিন মিন্টু, মামুনুর রশিদ, মাওলানা হাবিবুল্লাহ, নাছির হিজাজি, সিরাজুদ্দৌলার, ইজাজ আহমেদ, সিআইপি ইমরান খান (সজিব), আজিজুর রহমান খসরু, মোহাম্মদ শাহজাহান, মাহবুবুল আলম, নাছির উদ্দিন খোকন, শহিদুল্লাহ বাবর ও আরিফুল ইসলাম আজম।
অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বক্তব্য রাখেন, আবুধাবি থেকে মোহাম্মদ রিয়াদ, দুবাই থেকে শহিদুল হক, শারজাহ থেকে জামাল উদ্দিন, আজমান থেকে তাজুল ইসলাম, রাস আল খাইমা থেকে কামাল উদ্দিন ও মমতাজ, ফুজাইরা থেকে দিদারুল আলম এবং উম্মুল কুয়াইন থেকে ফুরকান।
এ ছাড়া হাটহাজারী উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকেও প্রতিনিধিরা বক্তব্য দেন। এর মধ্যে ছিলেন- ফরহাদাবাদ থেকে শাহাদাত হোসেন রনি, ধলই থেকে সাইফুল্লাহ চৌধুরী, মির্জাপুর থেকে জি এম সাইফুল, গুমানমর্দ্দন থেকে এনামুল হক ফোরকান, নাঙ্গলমোড়া থেকে গিয়াস উদ্দিন মাহমুদ, ছিপাতলী থেকে সাংবাদিক ইশতিয়াক আসিফ, পৌরসভা থেকে গাজী নিজাম, মেখল থেকে মোহাম্মদ দিদারুল আলম, চিকনদ-ী থেকে ব্যাংকার ইলিয়াস, গড়দুয়ারা থেকে আব্দুল সাত্তার, উত্তর মাদার্শা থেকে মোহাম্মদ আজম খান, মধ্যম মাদার্শা থেকে ফয়সাল, দক্ষিণ মাদার্শা থেকে মোহাম্মদ রোকন উদ্দিন, শিকারপুর থেকে মোহাম্মদ আসিফ এবং বুড়িশ্চর থেকে মাসুদ জুয়েল।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- মোহাম্মদ জবরুল আলম, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ মোরশেদ, দিদারুল আলম, বাবু উত্তম কোমাদে, উদ্যোক্তা সদস্য নোমান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মোহাম্মদ সিরাজ, গুমানমর্দ্দন প্রবাসী পরিষদের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ
ওয়াসিম চৌধুরী, কাসেম তালুকদার, মোহাম্মদ আলাউদ্দিন, তৌহিদুল আলম, তৈয়ব আলম, মোহাম্মদ হাসেম উদ্দিন, মোহাম্মদ এসকান্দর এবং গুমানমর্দ্দন ও মির্জাপুর প্রবাসী পরিষদের নেতৃবৃন্দসহ অসংখ্য শুভাকাক্সক্ষী।