সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নাইমুর রহমান শান্ত, বাহরাইন থেকে

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০১:০৮ এএম

রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ারের ম্যাজিক

ছয় মাসেই বদলে গেছে কূটনীতির চিত্র

নাইমুর রহমান শান্ত, বাহরাইন থেকে

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০১:০৮ এএম

ছয় মাসেই বদলে গেছে  কূটনীতির চিত্র

ছয় মাস একজন রাষ্ট্রদূতের জন্য হয়তো সময়টা খুব বেশি নয়। কিন্তু এই অল্প সময়েই যেন নতুন এক কূটনৈতিক ইতিহাস লিখে ফেলেছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি যে কর্মতৎপরতা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন, তাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে আস্থা, দেশের ভাবমূর্তি বেড়েছে বহুগুণ, আর বাহরাইন-বাংলাদেশ সম্পর্ক পেয়েছে নতুন মাত্রা।  প্রবাসীরা এখন একবাক্যে বলছেন- ‘রাষ্ট্রদূত রইসের ম্যাজিক চলছে বাহরাইনে।’ রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি বাহরাইনের বিভিন্ন পর্যায়ে প্রায় একশটি আনুষ্ঠানিক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, রাষ্ট্রদূত, পৌর প্রশাসন, বাণিজ্য সংস্থা, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, সব পর্যায়ের নীতিনির্ধারক ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রেখেছেন। প্রতিটি বৈঠকের বিষয়বস্তু ছিল বাস্তবধর্মী ও ফলপ্রসূ-দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, ভিসা ইস্যু, বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবাসী সেবার উন্নয়ন। এত ঘন ঘন ও বিস্তৃত আলোচনার নজির সম্প্রতি খুব কমই দেখা গেছে। কূটনৈতিক মহল বলছে, রইস হাসানের এই সক্রিয় যোগাযোগ বাংলাদেশি কূটনীতির নতুন দিগন্ত খুলে দিয়েছে, যা দীর্ঘদিন স্থবির হয়ে থাকা অনেক ইস্যুকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে এনেছে।

রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবাসীদের সেবা ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। আগে যেখানে পাসপোর্ট বা কনস্যুলার সেবা নিতে সময় লাগত সপ্তাহের পর সপ্তাহ, এখন তা হচ্ছে দ্রুত, সহজ ও কার্যকরভাবে। দূতাবাসের সেবা এখন অনেক বেশি ডিজিটাল ও স্বচ্ছ।

বাহরাইনে প্রায় দেড় লাখ বাংলাদেশি প্রবাসীর বসবাস। দীর্ঘদিনের নানা সমস্যা, বিশেষ করে ভিসা ইস্যু বন্ধ থাকা ও ইমেজ সংকট, পারিবারিক ভিসা না দেওয়ায় তাদের জীবনে ছিল অচলাবস্থার মতো। কিন্তু এখন তারা আশায় বুক বাঁধছে ‘রাষ্ট্রদূত রইস হাসান মহোদয় আসার পর পরিস্থিতি বদল হচ্ছে। আমরা আবার আশার আলো দেখছি।’ রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার শুধু একজন কূটনীতিক নন, তিনি প্রবাসীদের কাছে হয়ে উঠেছেন আস্থা, আশাবাদ ও পরিবর্তনের প্রতীক। তার ছয় মাসের কর্মকা- প্রমাণ করে, কূটনীতিকরা দায়িত্ববোধ, আন্তরিকতা আর দৃষ্টিভঙ্গি থাকলে স্বল্প সময়েই অনেক বড় পরিবর্তন সম্ভব।

এই ছয় মাসে তিনি যা দেখিয়েছেন, তা ভবিষ্যতের পথ নির্দেশ করে বাংলাদেশি কূটনীতি শুধু টেবিলের আলোচনায় নয়, মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে।

রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার সেটিই প্রমাণ করেছেন বাস্তব কাজের মাধ্যমে। বাহরাইনের প্রবাসীরা শিগগিরই নতুন এক অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে, আর সেই অধ্যায়ের নাম হবে ‘রাষ্ট্রদূত ম্যাজিক’।

রূপালী বাংলাদেশ

Link copied!