ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ন্যায়বিচার চাইলেন ডিপজল

রঙের মানুষ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১২:৩৭ এএম

ঢালিউডের খ্যাতিমান অভিনেতা-প্রযোজক ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজলের কল্যাণপুরস্থ জমি দখলের অভিযোগ উঠেছে। তার জমিতে তিনি নাভানা সিএনজি কনভার্শন সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন।

গত ৩০ জুলাই আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমান এবং অজ্ঞাত আরও ১০-১৫ জন ব্যক্তি নাভানা সিএনজিতে জোরপূর্বক প্রবেশ করে প্রতিষ্ঠানটি সাইনবোর্ড ভেঙে ফেলে এবং তাদের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করার চেষ্টা চালায় বলে অভিযোগ জানিয়েছেন অভিনেতার ম্যানেজার মো. আব্দুল গণি। এ নিয়ে গত ৩০ জুলাই তিনি দারুস সালাম থানায় একটি জিডি করেছেন। জিডি নং- ১৭৮।

বিষয়টি নিয়ে এরই মধ্যে ডিপজল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, ‘উল্লেখিত ব্যক্তিরা আমাদের ভাড়াকৃত প্রতিষ্ঠান নাভানা সিএনজিতে জোরপূর্বক প্রবেশ করে স্থাপিত সাইনবোর্ড ভেঙে ফেলে এবং তাদের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করার অপচেষ্টা চালায়। এ সময় তারা আমাদের কর্মচারীদের মারধর করে ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি প্রদান করে। তাদের এই কার্যক্রম সম্পূর্ণভাবে বেআইনি, জবরদখলমূলক এবং আমাদের শান্তিপূর্ণ ব্যবসা পরিচালনায় গুরুতর বিঘœ সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে, অবিলম্বে এ ধরনের জোরপূর্বক অবৈধ দখল প্রচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা আইন ও প্রশাসনের প্রতি আস্থা রাখি এবং আশাবাদী যে, ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’