অস্ট্রেলিয়ার টানা ৯ ম্যাচের জয়ের ধারা ভেঙে দিল দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৫৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে প্রোটিয়ারা।
এই ম্যাচে জয়ের মূল নায়ক ছিলেন ২২ বছর বয়সি তরুণ ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিস, যিনি মাত্র ৫৬ বলে অপরাজিত ১২৫ রানের এক অসাধারণ ইনিংস খেলেন।
টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। শুরু থেকেই ব্রেভিস তার ব্যাট হাতে ঝড় তোলেন। তার ১২৫ রানের ইনিংসে ছিল ১০টি চার এবং ৯টি ছক্কা।
তার বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে অস্ট্রেলিয়ার বোলাররা ছিলেন অসহায়। ব্রেভিসের এই দুর্দান্ত ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন টিম ডেভিড।
তিনি মাত্র ২৪ বলে এই রান সংগ্রহ করেন। এ ছাড়া অ্যালেক্স কেয়ারি ২৬ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। এনগিদি শেষ উইকেটটি তুলে নিলে অস্ট্রেলিয়া ১৭.৪ ওভারে মাত্র ১৬৯ রানে অলআউট হয়ে যায়।
এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরল। আগামী শনিবার কেয়ার্নসে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।