ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন রাজ্জাকসহ চারজন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৯:১২ এএম
আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে বেশকিছু বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন চারজন প্রার্থী।

এর ফলে আব্দুর রাজ্জাক, জুলফিকার আলি খান, রাহাত শামস ও সাখাওয়াত হোসেনের বিসিবি পরিচালক হওয়া প্রায় চূড়ান্ত।

গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) ছিল পরিচালক পদে প্রার্থিতার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তথ্য অনুযায়ী, খুলনা বিভাগ থেকে দুজন এবং সিলেট ও বরিশাল বিভাগ থেকে মাত্র একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

যেহেতু খুলনা থেকে দুজন এবং সিলেট ও বরিশাল থেকে একজন করে পরিচালক বিসিবির পর্ষদে প্রতিনিধিত্ব করেন, সেহেতু আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এই চারজনের পরিচালকের আসনে বসাটা এখন কেবল সময়ের অপেক্ষা।

অন্যদিকে, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও রাজশাহী বিভাগে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশেষ করে, ঢাকা বিভাগের দুটি পরিচালক পদের জন্য জোর প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। 

এদিকে আজ সোমবার, মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। এরপরের দিন প্রার্থিতা বাতিলের বিষয়ে আপিল গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে।

১ অক্টোবর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। একই দিন বেলা ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।