ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

আসছে জয়ার ‘ফেরেশতে’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:২৪ এএম
জয়া আহসান

একের পর এক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন আর দর্শকদের চমকে দিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শিগগিরই প্রেক্ষাগৃহে আসতে চলেছে তার অভিনীত ‘ফেরেশতে’ সিনেমা। সমাজের সুবিধাবঞ্চিত এক পরিবারের মানবিক গল্পকে ঘিরে এ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

তিন বছর আগে নির্মাণের পর এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘ফেরেশতে’। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এটি জিতেছে জাতীয় পুরস্কার। এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী সিনেমা হিসেবেও জায়গা করে নিয়েছিল সিনেমাটি। তবে এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

চলতি মাসেই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। লায়ন সিনেমাস তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে ‘ফেরেশতে’ শিগগিরই আসছে। একইসঙ্গে স্টার সিনেপ্লেক্স থেকেও জানানো হয়েছে, সিনেমাটি মুক্তির বিষয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে জানানো হবে মুক্তির নির্ধারিত তারিখ।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমায় জয়া আহসানের পাশাপাশি আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী।

অন্যদিকে, দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্ম ঘোষণা দিয়েছে, সেপ্টেম্বর মাসেই তাদের প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’ সিনেমাটি। পিপলু আর খান পরিচালিত সিনেমাটি গেল ১৬ মে প্রথমে মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। এবার এটি দেখা যাবে ঘরে বসেই।

এতে জয়া আহসান অভিনয় করেছেন নিজের নামের চরিত্রে আর শারমিন চরিত্রে দেখা যাবে মহসিনা আক্তারকে।