শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রেজাউল করিম খোকন

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৭:৪১ এএম

অভিনয়েই ব্যস্ত থাকতে চাই

রেজাউল করিম খোকন

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৭:৪১ এএম

আনুশকা শেঠি

আনুশকা শেঠি

বিনোদন জগতে অনেক অভিনেত্রী আছেন যারা তাদের অভিনয় এবং সৌন্দর্য দিয়ে যে কাউকে পাগল করে দিতে পারেন। আবিষ্ট করে রাখতে পারেন দীর্ঘ সময় ধরে। তবে তেমন অভিনেত্রীর সংখ্যা খুব বেশি নয়। দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি, যিনি তার অভিনয় দক্ষতা ও চারিত্রিক বৈচিত্র্যের জন্য পরিচিত। তিনি দীর্ঘ ২০ বছর ধরে দক্ষিণী সিনেমার দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন অভিনয় আর সৌন্দর্যের জাদুতে।

আগামীকাল আনুশকা শেঠি ৪৪-এ পা রাখবেন। এই বয়সেও তিনি দারুণ চনমনে সতেজ, সুন্দরী। এখনো দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন নায়িকা চরিত্রে। চুয়াল্লিশতম জন্মদিনের আগেই এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘ঘটি’ সম্প্রতি মুক্তি পেয়েছে। নতুন সিনেমার প্রথম লুক পোস্টারে তাকে ভয়ংকর এক বিপজ্জনক চেহারায় দেখা গেছে, যা ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। পোস্টারের একটি দৃশ্যে আনুশকাকে চুরুট হাতে, চোখে অঙ্গার এবং রক্তে ভেজা মুখাবয়বে দেখা যাচ্ছে, যা সত্যিই ভীতিকর। টুইটে লেখা হয়েছে, ভিকটিম ক্রিমিনাল অ্যান্ড লিজেন্ড। অ্যাকশন ধাঁচের এ সিনেমাতে তিনি একজন দুর্দান্ত মারকুটে ইমেজের দুঃসাহসী নারীর চরিত্রে পর্দায় হাজির হয়েছেন।

অবশ্য এর আগেও বেশ কিছু সিনেমাতে তাকে এমন অবতারে দেখা গেছে রুপালি পর্দায়। পোস্টারের পাশাপাশি সিনেমার টিজার-ট্রেলারে আনুশকার রণরঙ্গিনী রূপ দেখে সবার মনে কৌতূহল জেগেছে নতুন এই সিনেমা নিয়ে। আনুশকার ভক্তরা উত্তেজিত হয়ে এই সিনেমার মুক্তির জন্য অপেক্ষা করেছেন এত দিন। সিনেমাটিতে তার নতুন অবতার দেখতে পেয়ে শিহরিত হয়েছেন দর্শকরা, যা তাদেরকে সিনেমাটি দেখার জন্য প্রেক্ষাগৃহে টানছে। বলা যায়, আনুশকা তার নতুন সিনেমা ‘ঘটি’র মাধ্যমে বিশেষ চাঞ্চল্য সৃষ্টি করেছেন।

শুধুমাত্র দক্ষিণী সিনেমায় দর্শকদের মাঝেই নয়, সারা ভারতজুড়ে এবং দেশ বিদেশে ছড়িয়ে থাকা দর্শকদের মধ্যেও আনুশকা ঝড় সৃষ্টি হয়েছে সম্প্রতি। অনেকেই হয়তো জানেন না, অভিনয় জগতে পা রাখার আগে অনুশকা ইয়োগা প্রশিক্ষক ছিলেন। শরীর চর্চায় বরাবরই আগ্রহ রয়েছে অনুশকার। অভিনেত্রী হওয়ার পরেও কিন্তু যোগভ্যাস ছাড়েননি তিনি। বয়স বাড়লেও এখনো তার মধ্যে বয়সের ছাপ পড়েনি। আজও তিনি কোটি পুরুষের হৃদয়ে তোলপাড় সৃষ্টি করতে সক্ষম। তার প্রতি সবার এক ধরনের আগ্রহ রয়েছে। তার রূপ, লাবণ্য, আকর্ষণীয় পর্দা উপস্থিতি, চমৎকার ব্যক্তিত্ব সবই আবিষ্ট করে দর্শকদের। যে কারণে তার বয়স বাড়লেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

আনুশকা কিন্তু বাহুবলীর ‘দেবসেনা’র আসল নাম নয়। তার নাম সুইটি শেঠি। কিন্তু আনুশকা নামেই দক্ষিণে সর্বাধিক পরিচিতি পান এই অভিনেত্রী। শুধু অভিনয় নয়, পড়াশোনাতেও সমান মেধাবী আনুশকা। বেঙ্গালুরুর মাউন্ট কারমেল কলেজ থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি রয়েছে তার। ‘দেবসেনা’ চরিত্রে অভিনয়ের আগে তিনি নজর কেড়েছিলেন ‘অরুন্ধতী’ চরিত্রে। একজন সর্বগুণসম্পন্না, অস্ত্র চালনায় পারদর্শী রানির চরিত্রে অভিনয় করে মন কেড়েছিলেন কোটি ভক্তের।

আনুশকার  সিনেমায় অভিনয় করার ব্যাপারে তার তেমন আগ্রহ ছিল না কোনোকালে। অভিনয় জগতে প্রবেশ করার আগে এক রকম জোর করেই অডিশন দিয়েছিলেন। প্রথম অডিশনেই তাকে পছন্দ হয়ে যায় দক্ষিণী সুপারহিরো নাগার্জুনের। তার প্রথম অভিনীত ‘সুপার’ সিনেমা বক্স অফিস কাঁপিয়ে দেয়। তেলুগু সিনেমা ‘মহানন্দী’তে অভিনয়ের পরেই লাইমলাইটে চলে আসেন আনুশকা। ‘বাহুবলী’ সিনেমাটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রভাসের সঙ্গে তার অভিনীত ‘বাহুবলী ২’ বিশ্বব্যাপী ১ হাজার কোটির বেশি আয় করেছে, যা একটি মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। এই সিনেমাটি দক্ষিণ ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা ব্যবসাসফল সিনেমা হিসেবে পরিচিত। এ ছাড়াও আনুশকা তার ক্যারিয়ারে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। যার মধ্যে ‘অরুন্দতি’, ‘বিল্লা’, ‘লিঙ্গা’, ‘মির্চি’ এবং ‘সিংঘম’ উল্লেখযোগ্য। তার প্রতিটি সিনেমাতে তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন, যা তার অভিনয় প্রতিভাকে আরও বেশি প্রমাণ করেছে।

আনুশকা শেঠির জনপ্রিয়তা শুধুমাত্র দক্ষিণ ভারতেই নয়, বরং সারা ভারতে ছড়িয়ে পড়েছে। এখন যারা দক্ষিণী সিনেমার দর্শক তারা যে দেশের মানুষ হোন না কেন আনুশকাকে বিশেষ পছন্দ করেন। তার অভিনয় ক্ষমতা, সৌন্দর্য এবং পরিশ্রমের জন্য তিনি ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করেছেন।

জানা গেছে, এক বিরল রোগে ভুগছেন ‘বাহুবলী’-র অভিনেত্রী আনুশকা শেঠি। সিনেমাতে রোম্যান্টিক দৃশ্য হোক কিংবা অ্যাকশন দৃশ্য, তার অভিনয় সব সময়ই সাবলীল। গত বছর এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই স্বীকার করেছিলেন যে, তিনি একটি বিরল রোগে ভুগছেন। তিনি বলেন, আমি সিনড্রম অফ লাফিং ডিজিজ-এ ভুগছি। কোনো হাসির কথা শুনলে আমি যখন হাসতে শুরু করি, তখন ১৫ থেকে ২০ মিনিটের আগে আমি হাসি থামাতে পারি না কিছুতেই। এটাই আমার সমস্যা।

এ প্রসঙ্গে তিনি নিজের একটি মজার অভিজ্ঞতার গল্পও বলেন, একবার একটি কমেডি সিনেমার শুটিংয়ের সময় আমি ফ্লোরে হেসে গড়াগড়ি খাচ্ছিলাম। আমার হাসির কারণে বহুবার শুটিং বন্ধ করতে হয়েছিল। 

‘বাহুবলী’ সিনেমাতে দেবসেনার ভূমিকায় অভিনয় করে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান আনুশকা। দক্ষিণী সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘নিঃশব্দ’ সিনেমাতে একজন মূক ও বধির মেয়ের ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের স্বাক্ষর রেখেছিলেন তিনি। এ সিনেমাতে অভিনয়ের জন্য আনুশকা আড়াই কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন, যা ছিল ওই সময়ে কোনো তেলেগু অভিনেত্রীর পাওয়া সর্বোচ্চ পারিশ্রমিক।

২০০৫ সালে দক্ষিণী বিখ্যাত চিত্রনির্মাতা পুরী জগন্নাথের ‘সুপার’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক হয়েছিল। এর মধ্যে ২০ বছর সিনেমা জগতে কাটিয়ে দিয়েছেন তিনি। সু-অভিনেত্রী হিসেবে অনেক বার স্বীকৃতি মিলেছে তার। বহু পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন এই সুন্দরী মেধাবী অভিনেত্রীর।

‘বাহুবলী’ সিনেমাতে কাজ করতে গিয়ে আনুশকা শেঠি এবং প্রভাসের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল, যেটি শুধু সিনেমার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তাদের ব্যক্তিগত জীবনেও জড়িয়ে যায় বলে গুজব গুঞ্জন রটেছে অনেক। তবে তা বেশি দূর যেতে পারেনি। ‘বাহুবলী’ সিনেমাটি বিরাট সাফল্যের পরও তাদের দুজনকে আর কোনো সিনেমাতে একসঙ্গে দেখা যায়নি। যদিও দর্শক তাদের একসঙ্গে আরও সিনেমাতে দেখার জন্য উদগ্রীব হয়ে আছে।

এ প্রসঙ্গে আনুশকা শেঠি বলেন, ‘আমার নিজেরও অনেক ইচ্ছা ছিল প্রভাসের সঙ্গে জুটি বেঁধে নতুন সিনেমাতে অভিনয়ের। কিন্তু সেরকম চিত্রনাট্য পাইনি যেখানে আমরা আবার মনপ্রাণ ঢেলে কাজ করতে পারি। এ কারণেই আমাদের দুজনকে একসঙ্গে আর দেখা যাচ্ছে না। তবে আমি ভীষণ আশাবাদী, হয়তো খুব দ্রুতই আবার নতুন কোনো সিনেমাতে প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করব। আমার হাতে এখন বেশ ভালো কিছু সিনেমার প্রস্তাব রয়েছে। সেগুলোর কাজ শুরু হবে অচিরেই। আমি অভিনয়ের মাঝে নিজেকে ব্যস্ত রাখতে চাই আরও অনেক দিন।

দীর্ঘ ২০ বছরের অভিনয় জীবনে ৫০টিরও বেশি তেলেগু এবং তামিল সিনেমাতে তাকে দেখা গেছে। এখন পর্যন্ত বলিউডের কোনো সিনেমায় আনুশকা শেঠি অভিনয় করেননি। যদিও তার সমসাময়িক অনেক দক্ষিণী অভিনেত্রী বলিউডের সিনেমাতে কাজ করেছেন। কেউ সফল হয়েছন, আবার কেউ তেমন সাফল্যের চমক দেখাতে পারেননি।

আনুশকার বলিউড মিশন নিয়ে নানা কথা শোনা গেলেও এখন পর্যন্ত সেগুলো বাস্তবায়িত হয়নি। তবে মালায়ালাম সিনেমার জগতে তার অভিষেক হতে যাচ্ছে ‘কাথানার- দ্য ওয়াইল্ড সোরসিরার’ সিনেমার মাধ্যমে। সুপার হিরো হরর ধাঁচের সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে বলে জানা গেছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!