ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

প্রেক্ষাগৃহে আসছেন আদর আজাদ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:৫৯ এএম

চিত্রনায়ক আদর আজাদ। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও আজ তিনি একজন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নিয়মিত মুখ। ‘তালাশ’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখিয়ে খুব অল্প সময়ে বেশকিছু কাজ দিয়ে আলোচনায় আসেন আদর আজাদ। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক নতুন সিনেমায় কাজ করছেন এই অভিনেতা।

দীর্ঘ ৪ বছরের অপেক্ষার পর অবশেষে মুক্তির দিন চূড়ান্ত হয়েছে চিত্রনায়ক আদর আজাদ অভিনীত ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নির্মাতা জানিয়েছেন। এতে আদর আজাদের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া।

২০২১ সালে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও দীর্ঘদিন আলোর মুখ দেখেনি সিনেমাটি। অবশেষে সিনেমার পোস্টার প্রকাশ করে পরিচালক জানান, প্রযোজক সমিতি থেকে মুক্তির অনুমোদন নেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর মুক্তি উপলক্ষে প্রস্তুতিও চলছে।

সিনেমাটিতে রোমান্স ও ফ্যান্টাসির মিশেলে এক স্বপ্নভঙ্গের গল্প তুলে ধরা হয়েছে। সেখানে রাজকন্যা আর বাস্তবতার জটিলতা মিশে যায় এক বিন্দুতে। এই জাদুকরী কাহিনির মূল আকর্ষণ আদর ও সালওয়ার রসায়ন।

সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। এম এস মুভিজের ব্যানারে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলী প্রমুখ।

‘তালাশ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় আদর আজাদের। এরপর একে একে মুক্তি পায় তার অভিনীত ‘লাইভ’, ‘যাও পাখি বলো তারে’, ‘যন্ত্রণা’, ‘লিপস্টিক’, ‘টগর’, ‘লোকাল’ নামের কয়েকটি সিনেমা।

বর্তমানে তার মুক্তির অপেক্ষায় আছে জাহিদ জুয়েলের পরিচালনায় অ্যাকশন থ্রিলার সিনেমা ‘পিনিক’। এতে তার সহশিল্পী চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। হাতে রয়েছে নতুন কয়েকটি সিনেমা। শিগগিরই আরও কয়েকটি নতুন সিনেমায় যুক্ত হবেন বলে জানান তিনি।