কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা। এ হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহার ওপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তারা হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে আইডিএফ ও আইএসএ ‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। তবে ঠিক কোথায় হামলা চালানো হয়েছে, তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
আইডিএফ বলেছে, ‘ইসরায়েলের ওপর ৭ অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এ হামলার জন্য দায়ী, এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকা-ের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার আগে, বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল। হামাস জানিয়েছে, হামাসের যে নেতারা দোহায় ইসরায়েলের সাথে আলোচনায় অংশ নিয়েছিলেন, তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ হামলার প্রধান লক্ষ্য ছিল গাজায় হামাসের প্রধান খলিল আল হায়া। তবে তিনি অক্ষত থাকলেও নিহত হয়েছেন তার ছেলে ও একজন সহযোগী নিহত হয়েছেন। এছাড়াও নিরাপত্তারক্ষীরাও নিহত হয়েছেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ড. মাজেদ আল আনসারি ওই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই হামলা পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও কাতারে অবস্থানকারীদের জন্য গুরুতর হুমকি। দোহার যে স্থানে হামলা চালানো হয়েছে, সেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা বসবাস করতেন।
এদিকে দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলার পুরো দায়িত্ব স্বীকার করে নিয়েছে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। তার দপ্তর থেকে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, হামাসের সন্ত্রাসীদের বিরুদ্ধে এই হামলা একাই চালিয়েছে ইসরায়েল। এর দায়িত্বও নিচ্ছে ইসরায়েল।
এদিকে কাতারে ইসরায়েলি হামলায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এই হামলা ‘কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তার প্রতি পরিষ্কার লঙ্ঘন’।
এছাড়াও হোয়াইট হাউজের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, কাতারের দোহায় ইসরায়েলি হামলার বিষয়ে হোয়াইট হাউজকে আগেই জানানো হয়েছিল। যদিও এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও কোনো মন্তব্য করেননি। কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইরান, তুরস্ক, পাকিস্তানসহ বিভিন্ন দেশ।