নাটক ও সিনেমার গুণী একজন অভিনেত্রী নার্গিস। অনেকেই তাকে চেহারা দেখে চেনেন কিন্তু নামটি মনে করতে পারেন না। আবার তিনি আমাদের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার ছোট বোন। পরিচয়টিও অনেকের অজানা। চলচ্চিত্রে যার শুরুটা হয়েছিল একজন নায়িকা হিসেবে। পরবর্তী সময়ে বহু চলচ্চিত্রে বোন, ভাবি এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন। নার্গিসের ধারণা তার সময়কালের অনেক প্রযোজক, পরিচালক নাটক এবং চলচ্চিত্রে নেই বলে তিনিও খুব একটা ডাক পান না কর্মক্ষেত্রে। তারপরও নির্মাতা মাসুদ পথিকের আহ্বানে সাড়া দিয়ে নার্গিস ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় একজন বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছিলেন। আর এ চরিত্রে অভিনয়ের জন্যই তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন ২০২০ সালে পাশর্^চরিত্রের জন্য।
তবে নার্গিসকে এখনো নিয়মিত কাজে পাওয়া যায় না। এর কারণ কী তিনি নিজেও জানেন না। তবে তিনি অভিনয় করতে চান নিয়মিত। এরই মধ্যে তিনি রাসেল সিকদারের নির্দেশনায় একটি বেসরকারি ব্যাংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। তিন-চার দিন আগেই রাজধানীর উত্তরায় বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। সম্প্রতি আলোচিত চার সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাগুলো হচ্ছে ‘তা-ব’, ‘দাগী’, ‘নীলচক্র’ ও গত শুক্রবার মুক্তি পাওয়া ‘নন্দিনী’ সিনেমা। ‘তা-ব’, ‘দাগী’ ও ‘নীলচক্র’তে অভিনয় করে বেশ সাড়া পেয়েছেন তিনি। নার্গিস বলেন, ‘জীবনে অনেক নাটক-সিনেমায় অভিনয় করেছি। টুকটাক বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছি। সম্প্রতি চার সিনেমায় অভিনয় করে আমি বেশ সাড়া পেয়েছি। বিশেষত তা-ব, দাগী ও নীলচক্র’তে কাজ করে অভূতপূর্ব সাড়া পেয়েছি। ধন্যবাদ জানাই প্রতিটি সিনেমার পরিচালক, প্রযোজকদের।’
প্রসঙ্গত, নার্গিস অভিনীত প্রথম মঞ্চ নাটক ‘কুয়াশার কান্না’। এরপর আরও বহু মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছিলেন। বাংলাদেশ টেলিভিশনের ‘আয়না’ সিরিজসহ ‘বউ কথা কও’, ‘হীরামন’-এ অভিনয় করেছেন। ১৯৭৩ সালে খান আতাউর রহমান প্রযোজিত ‘ঝড়ের পাখি’ সিনেমায় হোসনে আরা থেকে নার্গিস হয়ে অভিনয় শুরু করেন। ‘ঝড়ের পাখির’র পর নার্গিস ‘অবদান’, ‘গুনাহগার’, ‘চম্পাচামেলী’, ‘ভাই আমার ভাই’, ‘আদালত’, ‘নোলক’, ‘ফকির মজনু শাহ’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘রং বেরং’, ‘মায়ার বাঁধন’, ‘সারেং বউ’, ‘স্মৃতি তুমি বেদনা’, ‘কলঙ্কিনী’, ‘রামের সুমতি’, ‘সংঘর্ষ’, ‘পিঞ্জর’সহ আরও বহু চলচ্চিত্রে অভিনয় করেন। নার্গিসের নিজের প্রিয় চলচ্চিত্র শিবলী সাদিক পরিচালিত ‘নোলক’।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন