ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রেকর্ড গড়ল ‘কান্তারা: চ্যাপ্টার ১’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০১:২০ এএম

‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। সিনেমার বাজেট ছিল ১২৫ কোটি রুপি, কিন্তু মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি আয় করেছে ৩৩৭.৪ কোটি। দ্বিতীয় সপ্তাহে আয়ের সঙ্গে মিলিয়ে মোট ঘরোয়া আয় দাঁড়িয়েছে ৪৩৭.৬৫ কোটি রুপি, যা বাজেটের তুলনায় বিশাল সাফল্য।

এর ফলে ‘কান্তারা: চ্যাপ্টার ১’ ভারতের অন্যান্য ব্লকবাস্টার সিনেমার আয়কে ছাড়িয়ে গেছে। উদাহরণস্বরূপ, ‘সালার: পার্ট ১’ আয় করেছিল ৪০৬.৪৫ কোটি, ‘বাহুবলী’ ৪২০ কোটি এবং চলতি বছরের আলোচিত ‘সাইয়ারা’ ছিল ৪০৯ কোটি। এই সাফল্যের কারণে ‘কানতারা: চ্যাপ্টার ১’ ভারতীয় সিনেমার ইতিহাসে ১২তম সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে।

সিনেমাটি মুক্তির প্রথম পাঁচ দিনে বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। ২০২২ সালে মুক্তি পাওয়া কন্নড় সিনেমা ‘কান্তারা’ দক্ষিণ ভারত থেকে শুরু করে পুরো ভারতজুড়েই তুমুল আলোড়ন তুলেছিল। এই সিনেমার মাধ্যমে অভিনেতা ও নির্মাতা ঋষব শেঠি জাতীয় পুরস্কারও জয় করেন। সেই সাফল্যের পর থেকেই দর্শকদের প্রত্যাশা তৈরি হয়েছিল সিনেমা প্রিক্যুয়েল নিয়ে। অবশেষে ২ অক্টোবর মুক্তি পায় ‘কান্তারা চ্যাপ্টার ১’।