তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি থাকার খবরটি নতুন কিছু নয়। মাঝে মাঝেই এমনটা শোনা যায়। এবার এ ঘটনা ঘটেছে নন্দিত অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে। এই অভিনেতার নামে সামাজিক মাধ্যমে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ রয়েছে। যেগুলো জাহিদ হাসান ব্যবহার করেন না।
বিষয়টি নিয়ে শুভাকাক্সক্ষী ও ভক্তদের সতর্ক করলেন জাহিদ হাসান। তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমার নামে ফেসবুকে অসংখ্য আইডি রয়েছে। কয়টি বন্ধ করব? একটি করলে পাঁচটি খুলে। এরা আমাদের থেকে একধাপ এগিয়ে। পরিচিত অনেকেই বিশ্বাস করে এসব আইডিতে যুক্ত হচ্ছেন। সবার উদ্দেশ্য বলতে চাই, এসব আইডি থেকে যদি কোনো ধরনের অর্থ চাওয়া হয় তাহলে আপনারা দেবেন না। একটি চক্র শিল্পীদের নামে ভুয়া আইডি খুলে প্রতিনিয়ত প্রতারণা করছে। তাই সবাই সাবধান। দয়া করে এগুলো ফলো করবেন না।’
বলা দরকার, অভিনেত্রী ববিতা, শাবানা, শাবনূর, দিলারা জামান, মৌসুমী, সাদিকা পারভীন পপি, সাদিয়া জাহান প্রভা, মাহিয়া মাহি, সারিকা সাবরিনা, জান্নাতুল ফেরদৌস ঐশী, মেহজাবীন চৌধুরী, অপি করিম, নাজিয়া হক অর্ষা, তানজিন তিশা, সাফা কবির, অভিনেতা আলমগীর, আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, আরিফিন শুভ, সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, আব্দুন নূর সজল, সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, সালমা, ইমরান মাহমুদুলসহ অনেক তারকার নামে একাধিক ভুয়া আইডি রয়েছে। একাধিকবার তারা এ নিয়ে সতর্ক করেছেন।