বিটিভিতে চলমান নতুন কুঁড়ির বাছাই পর্বের বিচারকের দায়িত্ব পালন করছেন অভিনয়শিল্পী এলিনা শাম্মী। এ দায়িত্বের মাঝেই পেয়েছেন আরেকটি সুখবর। মহিলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মনোনীত হয়েছেন তিনি। পুরোনো কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়ানুরাগী শাম্মী সেখানেই এসেছেন সরকার মনোনীত সদস্য হিসেবে।
এ প্রসঙ্গে রূপালী বাংলাদেশের সঙ্গে আলাপে এলিনা বলেন, ‘নারীরা খেলাধুলায় পর্যাপ্ত সুযোগ-সুবিধায় পিছিয়ে। দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিভা রয়েছে। নানান প্রতিবন্ধকতার কারণে তারা খেলাধুলায় আসতে পারছে না। আমরা তাদের অধিকার বাস্তবায়নের চেষ্টা করব। বিভিন্ন টুর্নামেন্ট খেলতে ঢাকায় আসেন নারী ক্রীড়াবিদরা। তাদের দেখভালের দায়িত্ব আমাদের।’
নিজের অনুভূতি জানিয়ে শাম্মী বললেন, ‘ভালো লাগছে। ছোটবেলায় খেলাধুলা করতাম। দৌড় প্রতিযোগিতায় বাসায় কাউকে না বলে অংশগ্রহণ করতাম। হালকা পাতলা গড়নের থাকায় পুরস্কার জিতে নিতাম। আমাকে সহজে অন্যরা হারাতে পারত না। বড়বেলায় এসে নারী ক্রীড়াবিদদের জন্য কাজের সুযোগ হয়েছে। এ জন্য চমৎকার অনুভূতি হচ্ছে। আমাদের দেশে সরকারের ছত্রছায়ায় না থাকলে কাজ করা যায় না। আশা করছি, নারীদের জন্য কিছু করার সুযোগ হবে।’
জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৯ সদস্যের কমিটি দেওয়া হয়েছে। সভাপতি করা হয়েছে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ও সাধারণ সম্পাদক করা হয়েছে ফিরোজা করিম নেলীকে, যিনি আগের কমিটিতে যুগ্ম সম্পাদক ও পরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। দুই সহ-সভাপতি ডা. ইসমত আরা হায়দার ও ফিরোজা খাতুন।
এদিকে, এলিনা শাম্মী নিয়মিত শুটিং করছেন ধারাবাহিক ‘ফুলগাঁও’ নাটকের। বে ও তীর’র কিছু ফটোশুট করছেন। এসিআই-এর একটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করবেন তিনি। কয়েকটি খ- নাটকের শুটিং হবে শিগগিরই। শুটিং চলছে ‘দুঃসাহস’ চলচ্চিত্রের।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন