ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

সিনেমার জন্য প্রস্তুত পারসা ইভানা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০২:১১ এএম

এ প্রজন্মের অভিনেত্রী পারসা ইভানা। ইতোমধ্যেই দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। অভিনয় ক্ষমতা ও মাধুর্যময় উপস্থিতির কারণে ছোট পর্দা হোক বা নাট্যজগৎ, প্রতিটি চরিত্রে তিনি নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছেন। তার অভিনয় দক্ষতা দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। সম্প্রতি কয়েক মাসের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মায়ের কাছে বেড়াতে গিয়েছিলেন তিনি। শুধু বেড়ানো নয়, এর মধ্যে অভিনয়ে উচ্চতর প্রশিক্ষণ ও একাধিক নাচের কর্মশালাও করেছেন তিনি। এরই মধ্যে দেশে ফিরেছেন এই অভিনেত্রী।

কাজের বিষয়ে ইভানা জানান, তিনি সম্প্রতি একটি ওটিটি প্রজেক্টে কাজ শুরু করেছেন, যার ঘোষণা কয়েকদিনের মধ্যে আসবে। এছাড়া আরেকটি ওটটির চরিত্রের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হবে তাকে। সামনে একটি নাচের শোতেও অংশ নেওয়ার কথা রয়েছে।

পারসা ইভানা আগে ব্যাচেলর পয়েন্টের চতুর্থ সিজনে ইভা চরিত্রে অভিনয় করেছিলেন। দর্শকপ্রিয়তা পাওয়া সেই চরিত্রের সঙ্গে কাবিলা চরিত্রের অভিনেতা জিয়াউল হক পলাশের সঙ্গে জুটি এখনো দর্শকদের মনে আছে। সম্প্রতি সিজন ৫ প্রচার শুরু হয়েছে। কাবিলা তাকে মিস করছে, এ প্রসঙ্গে ইভানা বলেন, ‘অবশ্যই কাবিলা ইভাকে মিস করছে। আমি ব্যাচেলর পয়েন্টের বিভিন্ন ক্লিপ দেখি, কাবিলা যে ইভাকে মিস করছে, আমার ভালো লাগে।’

নিউইয়র্কের মায়ের কাছে গিয়ে ইভানা অভিনয়ের উচ্চতর প্রশিক্ষণ ও একাধিক নাচের কর্মশালা সম্পন্ন করেছেন। সে সময় শেখা অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘কি কি শিখেছি বলা কঠিন। আমি কোনো কিছু প্রমাণ করার জন্য করিনি। মনে হয়েছে, দেশের বাইরে থাকব, ভুলে যেতে চাই না কোনো কিছু। সেই জায়গা থেকেই কোর্সের সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেক কাজের পেছনে শৃঙ্খলা গুরুত্বপূর্ণ, তাও শিখেছি। নিজে গল্প লিখেছি এবং সেই গল্পে অভিনয়ও করেছি। ক্লাসগুলো বেশ আকর্ষণীয় ছিল, একজন অভিনেত্রী হিসেবে আগের থেকে একটু পরিপক্ব হয়েছি।’

সিনেমায় কবে তাকে দেখা যাবে, এমন প্রশ্নে ইভানা বলেন, ‘এটা সম্পূর্ণ ডিরেক্টরদের কল। একজন শিল্পীর হাতে সব কিছু থাকে না। যখন কোনো পরিচালক মনে করবে আমি সেই কাজের জন্য যোগ্য, তখনই দর্শক আমাকে দেখতে পাবেন।’ এতে স্পষ্ট, পারসা ইভানা সিনেমার জন্য প্রস্তুত, এখন শুধু পরিচালকের ডাকের অপেক্ষায়।