ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আবার ঢাকায় আসছেন আতিফ আসলাম

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০২:৪৮ এএম

বছর ঘুরতেই আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে এক কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি।

গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে চব্বিশের জুলাই আন্দোলনে শহিদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভ্যুলেশন’ নামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করেছিল ‘স্পিরিটস অব জুলাই’ নামের সংগঠন। বছর ঘুরে আবারও নতুন কনসার্টের আয়োজন করছে একঝাঁক তরুণের এই সংগঠন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘স্পিরিটস অব জুলাই’ থেকে জানানো হয়েছে, বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান ও দেশীয় বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের নিয়ে গেল বছর ‘ইকোস অব রেভ্যুলেশন’ নামে সফল কনসার্ট অনুষ্ঠিত হয়। যে চ্যারিটি কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থই (১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা) ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন (জেএসএসএফ)’-এ প্রদান করা হয়েছিল।

‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ শিরোনামে আবারও একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছেন জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, এ বছরও জুলাই শহিদ, আহত ও তাদের পরিবারকে স্থায়ীভাবে পুনর্বাসনসহ জুলাইয়ের চেতনাকে আরও উজ্জীবিত করার লক্ষ্যে আমরা ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ নামে আরেকটি চ্যারিটি কনসার্ট আয়োজন করার উদ্যোগ নিয়েছি। যেটি থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ এবারও ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করা হবে। যে অর্থ সংস্থাটির চলমান শহিদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে ব্যবহার করা হবে। এ বিষয়ে গত ২ নভেম্বর জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবার পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলামকে অনুষ্ঠিতব্য চ্যারিটি কনসার্টে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে আমরা আতিফ আসলাম পক্ষের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলমান রয়েছে। তা ছাড়াও ভেন্যু নির্ধারণসহ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি আয়োজনের লক্ষ্যে সব কাজের অগ্রগতির লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ ও কার্যক্রম অব্যাহত রয়েছে। অতি শিগগির আমরা আমাদের অনুষ্ঠানের ভেন্যু নির্ধারণ করে চ্যারিটি কনসার্টটির তারিখ ঘোষণা করব।

এ সময় কনসার্টের সম্ভাব্য তারিখ নিয়ে সংগঠনটি জানায়, আমরা আপাতত আগামী ১২-২০ ডিসেম্বর তারিখের মধ্যে এ অনুষ্ঠানটি আয়োজনের কথা চিন্তা করছি, তবে পরিবেশ-পরিস্থিতি সাপেক্ষে সার্বিক বিষয়ে আমাদের চূড়ান্ত সব সিদ্ধান্তই সংবাদ সম্মেলন করে অথবা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আসন্ন এই কনসার্টে বিদেশি অতিথিসহ দেশীয় বিভিন্ন সংগীত ব্যান্ডকে তাদের গান পরিবেশনের জন্য আমরা আমন্ত্রণ জানানোর কথাও জানানো হয়। এক্ষেত্রে দেশীয় ঐতিহ্যধারণকারী লোকসংগীত ও জনপ্রিয় কাওয়ালি সংগীত প্রাধান্য পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। সংগীত ছাড়াও এতে জুলাই বিপ্লব-সংক্রান্ত আলোকচিত্রী, গ্রাফিতি ও মঞ্চনাটক প্রদর্শনীসহ বিভিন্ন ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

দেশে জুলাইয়ের আবহ ফেরাতেই মূলত এবারের কনসার্ট আয়োজনের উদ্যোগ বলে জানান আয়োজকরা। এর আগে গেল বছরের ২৯ নভেম্বর ঢাকা আসেন আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের সে কনসার্টে তিনি মঞ্চ মাতিয়েছিলেন ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ দিয়ে।