শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। নিয়মিত গান করছেন তিনি। স্বীকৃতি পেশাগতভাবে বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রসহ সকল মাধ্যমে প্রায় ৩০ বছর ধরে গান করছেন। দর্শকপ্রিয়তা পেয়েছে বেশকিছু গান।
বড় বোনের দেখানো পথ অনুসরণ করেই সংগীতাঙ্গনে পদচারণা শুরু হয় মমতাজ রহমান লাবনীর। তিনিও গেয়ে চলেছেন বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে। দুই বোনের গল্পকে কথামালায় সাজিয়েছেন গীতিকার লুৎফর হাসান। গানের শিরোনাম ‘দুই আমার বোন’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শান সায়েক। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে।
গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্বীকৃতি রূপালী বাংলাদেশকে বলেন, ‘লাবনী আমার আদরের ছোট বোন। যেহেতু দুজনেই সংগীত জগতে আছি তাই অনেকদিন ধরেই ইচ্ছে ছিল দুই বোন মিলে একসঙ্গে কোন গানে কণ্ঠ দেওয়ার। অবশেষে সেই ইচ্ছে পূরণ হওয়াতে আমরা ভীষণ আনন্দিত। লুৎফর হাসান চমৎকার লিখেছেন, গানের কথার সঙ্গে সুরের প্রতি যথাযথ সুবিচার করেছেন শান সায়েক। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
জানা গেছে, খুব শিগগিরই গানটি মিউজিক ভিডিও আকারে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি।

