ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

উপস্থাপনায় অভূতপূর্ব সাড়া পেলেন লাবণ্য

বিনোদন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৩:২৭ এএম

বাংলাদেশের গানের কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদ। মহান এ শিল্পীর জন্ম ১৯৩৯ সালের ১৮ নভেম্বর (গুগলে দেওয়া আছে ১৯ নভেম্বর- যা ভুল বলেই জানালেন তার মেয়ে হোমায়রা বশির)। কিংবদন্তি এ সংগীতশিল্পী ২০১৪ সালের ১৯ এপ্রিল মৃত্যুবরণ করেন। কলকাতায় জন্ম নেওয়া বশির আহমেদ ১৯৬৪ সালে সপরিবারে ঢাকায় আসেন। ঢাকায় আসার আগেই উর্দু চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন তিনি। চলচ্চিত্রে ‘যব তোম একেলে হোগে হাম ইয়াদ আয়েঙ্গে’ গানটি পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পায়। বশির আহমেদের কণ্ঠে জনপ্রিয় বাংলা গানগুলো হচ্ছে ‘আমি রিকশাওয়ালা মাতওয়ালা’, ‘আমাকে পুরাতে যদি এত লাগে ভালো’, ‘আমার খাতার প্রতি পাতায়’, ‘যারে যাবি যদি যা’, ‘পিঞ্জর খুলে দিয়েছি’, ‘অনেক সাধের ময়না আমার’, ‘ডেকো না আমারে তুমি কাছে ডেকো না’, ‘মানুষের গান আমি শুনিয়ে যাবো’, ‘খুঁজে খুঁজে জনম গেল কাঁদলো শুধু এই আঁখি’সহ আরও বেশকিছু গান।  চিত্রনায়িকা মৌসুমী পরিচালিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টিতে গানের (গান-এই বৈশাখী লেখা প্রেমের চিঠি, গানের জন্য ২০০৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ গায়ক) পান। ২০০৫ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। তার যোগ্য উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশির। বশির আহমেদের জন্মদিন উপলক্ষে বিটিভিতে গত ১৮ নভেম্বর প্রচার হয় বিশেষ সংগীতানুষ্ঠান ‘অনেক সাধের ময়না’ অনুষ্ঠানটি। বিটির্ভির প্রযোজনায় নির্মিত এ আয়োজনে গান গেয়েছেন হোমায়রা বশির, রাজা বশির, স্বীকৃতি, রাশেদ, অপু আমানসহ আরও বেশ কয়েকজন শিল্পী। ভিন্ন ঘরানার শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনটি উপস্থাপনা করার সুযোগ পেয়েছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য। বিটিভিতে এমন বর্ণাঢ্য কোনো আয়োজনের এবারই প্রথম উপস্থাপনা করার সুযোগ পেলেন লাবণ্য। লাবণ্য বলেন, ‘শ্রদ্ধেয় বশির আহমেদ স্যার আমাদের সংগীতাঙ্গনের এমন একজন কিংবদন্তি সংগীতশিল্পী যিনি গানে গানে এদেশের সংগীতপ্রেমী শ্রোতা-দর্শককে জীবদ্দশায় মুগ্ধ করে গিয়েছিলেন, এমন কী তার প্রয়াণের পরও তার গানের মাঝেই আমরা তাকে খুঁজে পাই। বিটিভি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এ অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ অনুষ্ঠানটি প্রচারের পর আমি ভীষণ সাড়া পেয়েছি উপস্থাপনার জন্য।