ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মঞ্চে উঠছে ‘ভাসানে উজান’, অভিনয়ে এরশাদ হাসান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৩:২৮ এএম

বাংলাদেশের তারুণ্যনির্ভর নাট্যদল বিবেকানন্দ থিয়েটার দল তাদের ২৫তম প্রযোজনায় মঞ্চে আনতে চলেছে দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প দ্য জেন্টেল স্পিরিট অবলম্বনে নির্মিত নাটক ‘ভাসানে উজান’। নাটকটির নাট্যরূপ দিয়েছেন নাট্যকার অপূর্ব কুমার কু-ু এবং নির্দেশনা দিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। একক অভিনয়ে অভিজ্ঞ নাট্যশিল্পী মো. এরশাদ হাসান।

আধুনিক জীবনের টানাপোড়েন, মানবমনের অন্তর্দহন, সম্পর্কের সংকট ও ব্যক্তিগত নৈঃসঙ্গ—এই চারটি স্তম্ভে দাঁড়িয়ে নির্মিত ‘ভাসানে উজান’ এক মানুষের আত্মজিজ্ঞাসা ও অস্তিত্ব সংকটের নাট্যচিত্র। দস্তয়ভস্কির মনস্তাত্ত্বিক গভীরতাকে নতুন ভাষায় ও সমসাময়িক প্রেক্ষাপটে উপস্থাপন করেছে নাটকটি।

আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকের উদ্বোধনী প্রদর্শনীতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের একক অভিনয়ের পথিকৃৎ, বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।

নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, ‘দস্তয়ভস্কির গল্পের মনস্তত্ত্ব, অপূর্ব দা’র নাট্যরূপ এবং দক্ষ অভিনেতা এরশাদ হাসানের একক অভিনয়ের শক্তিশালী উপস্থিতি মিলিয়ে ‘ভাসানে উজান’ আমাদের জন্য এক চ্যালেঞ্জিং ও অসাধারণ নির্মাণযাত্রা।’

নাটকটির মাধ্যমে নাট্যশিল্পী মো. এরশাদ হাসান শিল্পমান, সৃজনশীলতা এবং ক্রমবর্ধমান অভিনয় দক্ষতার একটি নতুন দিগন্ত খুলে দিতে যাচ্ছেন। ‘ভাসানে উজান’ নাটকে একক অভিনয়ের মাধ্যমে বহন করছেন দীর্ঘ অভীনয় জীবনের এক বিশেষ তাৎপর্য।

নাট্যকার অপূর্ব কুমার কু-ুর ভাষায়, ‘মানুষ সত্যিকারে ভালো হয়ে শেষ পর্যন্ত ভালো থাকতে পারে কি না—এই প্রশ্নের অনুসন্ধানই ‘ভাসানে উজান’র মর্মস্থল। এরশাদ হাসানের মতো অভিজ্ঞ অভিনেতার অভিনয় শৈলীতে তা আরো স্পস্ট হয়ে উঠবে।’

একক অভিনয়ে এরশাদ হাসান নাটকের কেন্দ্রীয় চরিত্রের বহুমাত্রিক অনুভূতি, ভাঙন, নৈরাশ্য ও গভীর আত্মদহন তুলে ধরবেন মঞ্চে। বিবেকানন্দ থিয়েটার দল আশা করছে, ‘ভাসানে উজান’ দর্শকদের চিন্তা, অনুভব ও আত্মদর্শনের নতুন দরজা খুলে দেবে।