প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে শুরু হতে যাচ্ছে বাংলা ফেস্ট এবং ঢালিউড অ্যাওয়ার্ড ইন লন্ডন (বিএফডিএ)। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডি) ৮নং ফ্লোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল, বিশ্ববিখ্যাত শেফ টমি মিয়া, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনুষ্ঠান তাসিক আহমেদ।
বাংলাদেশি সিনেমা বিশ্বের দরবারে সমাদৃত লক্ষ্য টমি মিয়া এমবিই টমি মিয়া’স ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬ সালের অক্টোবর মাসে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নেবেন একঝাঁক তারকা। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি সিনেমা এবং স্থানীয় প্রতিভা ও আন্তর্জাতিক দর্শকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে বলে মনে করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ, নিরব হোসেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, শিবা শানু, কণ্ঠশিল্পী মেহরীন, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সালাউদ্দিন লাভলু, দেওয়ান নজরুল, গাজী মাহবুব, দেবাশীষ বিশ্বাস, বুলবুল বিশ্বাস, অপূর্ব রানা, সাইমন তারেক প্রমুখ।
উল্লেখ্য, ব্রিটেন ও বাংলাদেশি রান্নার দূত হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত টমি মিয়া এমবিই গত তিন দশক ধরে ব্রিটিশ ও বাংলাদেশি খাবারের প্রচার করে আসছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন