রবিবার, ০৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:১০ এএম

ভরণপোষণ চাওয়ায় বৃদ্ধ মাকে নির্যাতন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:১০ এএম

ভরণপোষণ চাওয়ায়  বৃদ্ধ মাকে নির্যাতন

বগুড়ার শেরপুর উপজেলায় ভরণপোষণের খরচ চাওয়ায় নিজের ছেলে ও পুত্রবধূর নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এক বৃদ্ধ মা। অচেতন অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার ওই মায়ের নাম জোসনা রানী সরকার (৬৯)। তিনি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় শনিবার (২১ জুন) শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জোসনা রানী সরকারের স্বামী গোপাল চন্দ্র সরকারের মৃত্যুর পর তিনি ছেলেদের সাথেই বসবাস করতেন। কিন্তু বিগত কিছুদিন ধরে ছেলেরা তাঁর ভরণপোষণের খরচ বহনে অনীহা প্রকাশ করে। একপর্যায়ে বড় ছেলে গোলক চন্দ্র সরকার ও তার স্ত্রী কবরি রাণী সরকার বৃদ্ধা মায়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন।
ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন জোসনা রানী অবশেষে ১৯ জুন সন্ধ্যায় ছেলের কাছে ন্যায্য ভরণপোষণ চাইলে, তাঁকে বাড়ি থেকে বের করে দিতে চায় গোলক ও তার স্ত্রী। বৃদ্ধা মায়ের প্রতিবাদ করায় তাঁকে কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করে তারা। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। জোসনা রানী সরকারের মেয়ে ছবি রানী সরকার বলেন, ‘আমরা দুই ভাই ও এক বোন। গোলক বড় ছেলে। বাবার মৃত্যুর পর ভাইয়েরা মা’কে তাড়িয়ে দিতে চাচ্ছিল। এখন তারা মাকে নির্যাতন করতেও দ্বিধা করছে না। মা কী অপরাধ করেছে? শুধু একটু ভরণপোষণ চেয়েছিল। আমি এর কঠোর বিচার চাই।’
এ ব্যাপারে শেরপুর থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম রকিব জানান, ‘অভিযোগ পেয়েছি এবং তা তদন্তাধীন রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে বৃদ্ধা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!