শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৫:১০ এএম

কী ঘটেছিল ইতিহাসের আজকের এই দিনে?

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৫:১০ এএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, আর সেই সঙ্গে তৈরি হয় ইতিহাসের নানা অধ্যায়। মানবসভ্যতার পথচলায় যুক্ত হয় অসংখ্য ঘটনা, মনীষী কিংবা সাধারণ মানুষের জন্ম-মৃত্যু।

অতীতের দিকে তাকালে আমরা দেখতে পাই, আজকের এই দিনে ঘটে যাওয়া অনেক ঘটনা আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতাকে সমৃদ্ধ করেছে। তাই ইতিহাসের দিনপঞ্জি সবসময়ই মানুষের কাছে তাৎপর্যপূর্ণ।

আজ শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। 

ঘটনাবলী

১৬৫৭ - মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
১৭১৬ - বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।
১৭৭৮ - হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন।
১৮৭৯ - লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়।
১৮৮০ - ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু।
১৯০৫ - আটলান্টা জীবন বীমা কম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯০৮ - কলকাতায় সর্বপ্রথম কলকাতা গাণিতিক সমিতি গঠিত হয়।
১৯৬৫ - প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।
১৯৬৮ - দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৯৮ - বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।

জন্ম

১৭৬৬ - জন ডাল্টন, একজন ইংরেজ রসায়নবিদ, স্কুলশিক্ষক, আবহাওয়া বিজ্ঞানী ও পদার্থবিদ। (মৃ. ১৮৪৪)
১৮০৮ - আব্দুল কাদের আল-জাজায়িরি, আলজেরিয়ার জিহাদ-লড়াই করার একজন মুজাহিদ। (মৃ. ১৮৮৩)
১৮৬০ - জেন অ্যাডামস, একজন সমাজ সংগঠক, অধ্যাপক, বুদ্ধিজীবী ও লেখক। (মৃ. ১৯৩৫)
১৮৭৬ - জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড, স্কটিশ প্রাণরসায়নবিদ এবং শারীরতত্ত্ববিদ। (মৃ. ১৯৩৫)
১৮৮৯ - শরৎচন্দ্র বসু , বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী।(মৃ. ২০/০২/১৯৫০)
১৮৯২ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, একজন ইংরেজ পদার্থবিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৬৫)
১৯০৬ - লুইস ফেদেরিকো লেলইর, আর্জেন্টিনীয় চিকিৎসক ও জৈবরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৮৭)
১৯১৩ - লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার। (মৃ. ২০০৪)
১৯১৭ - বাসন্তী দুলাল নাগচৌধুরী, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী,ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ। (মৃ. ২৫/০৬/২০০৬)
১৯১৭ - জর্জ মান, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ২০০১)
১৯১৮ - জগন্ময় মিত্র,ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী। (মৃ.০৪/০৯/২০০৩)
১৯২০ - শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি,কথা-সাহিত্যিক ও নাট্যকার৷ (মৃ. ২৬/০৫/১৯৯৯)
১৯৩৭ - শঙ্কর রায়চৌধুরী, ভারতীয় সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা (১৯৯৪-৯৭)।
১৯৩৯ - সুসুমু তোনেগাওয়া, একজন জাপানি বংশাণুবিজ্ঞানী, আণবিক জীববিজ্ঞানী, অনাক্রম্যবিজ্ঞানী ও স্নায়ুবিজ্ঞানী।
১৯৪২ - রিচার্ড হাটন, ইংরেজ ক্রিকেটার।
১৯৪৩ - রিচার্ড জে. রবার্টস, একজন ব্রিটিশ প্রাণরসায়নবিদ এবং আণবিক জীববিজ্ঞানী।
১৯৪৩ - রজার ওয়াটার্স, একজন ব্রিটিশ সঙ্গীতঙ্গ, গায়ক, গীতিকার এবং বহু-বাদ্যযন্ত্রী।
১৯৪৯ - রাকেশ রোশন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক।
১৯৫৭ - আলি দিভান্দারি, একজন ইরানি কার্টুনিস্ট, চিত্রশিল্পী, গ্রাফিক ডিজাইনার, ভাস্কর্যশিল্পী, এবং ফটোগ্রাফার।
১৯৬৪ - রোজি পেরেজ, মার্কিন অভিনেত্রী, সমাজকর্মী, আলাপচারিতা অনুষ্ঠান সঞ্চালক, লেখিকা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।
১৯৬৮ - সাঈদ আনোয়ার, পাকিস্তানি ক্রিকেটার।
১৯৭২ - ইদ্রিস এলবা, ইংরেজ অভিনেতা, প্রযোজক, সঙ্গীতজ্ঞ ও ডিজে।
১৯৭৪ - টিম হেনম্যান, একজন অবসরপ্রাপ্ত পেশাদার ব্রিটিশ টেনিস খেলোয়াড়।
১৯৭৬ - নাওমি হ্যারিস, ইংরেজ অভিনেত্রী।
১৯৭৮ - হোমারে সাওয়া, জাপানের শীর্ষস্থানীয় ও অত্যন্ত জনপ্রিয় প্রমিলা ফুটবল খেলোয়াড়।
১৯৮৩ - ব্রোন স্ট্রোম্যান, আমেরিকান কুস্তিগীর ও শক্তিশালী ব্যক্তি।
১৯৯৫ - মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি ক্রিকেটার।
২০০১ - ফ্রেয়া অ্যালান, ইংরেজ অভিনেত্রী।
২০০২ - অ্যাশার এঞ্জেল, আমেরিকান অভিনেতা।

মৃত্যু

১৫৬৬ - সুলতান সুলাইমান, ছিলেন উসমানীয় সাম্রাজ্যের দশম ও সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনরত প্রভাবশালী সুলতান। (জ. ১৪৯৪)
১৮৮৫ - নার্সিস মন্টারিওল ই এস্টারিওল, একজন স্প্যানিশ বুদ্ধিজীবী, শিল্পী এবং প্রকৌশলী। (জ. ১৮১৯)
১৯০৭ - সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক। (জ. ১৯৩৯)
১৯৫৯ - এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা। (জ. ১৮৭৭)
১৯৫৯ - কে কেন্ডল; একজন ইংরেজ অভিনেত্রী ও কৌতুকাভিনেত্রী। (জ. ১৯২৭)
১৯৬৬ - মার্গারেট স্যাঙ্গার, একজন মার্কিন জন্ম নিরোধক কর্মী, যৌন শিক্ষক, লেখিকা এবং সেবিকা। (জ. ১৮৭৯)
১৯৬৬ - হেনড্রিক ভরবের্ড, দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং সাংবাদিক ছিলেন। (জ. ১৯০১)
১৯৬৯ - আর্তুর ফ্রিডেনরাইখ, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। (জ. ১৮৯২)
১৯৭২ - উস্তাদ আলাউদ্দিন খাঁ, প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক হিসাবে পরিচিত সঙ্গীতজ্ঞ। (জ. ০৮/১০/১৯৬২)
১৯৭৮ - আডল্‌ফ ডাসলার, জার্মানির বিশ্ববিখ্যাত ক্রীড়া সরঞ্জাম কোম্পানি আডিডাস-এর প্রতিষ্ঠাতা ছিলেন। (জ. ১৯০০)
১৯৮২ - অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় খ্যাতনামা গণিতের অধ্যাপক ও কলকাতা বিশ্ববিদ‍্যালয়ের প্রথম এমিনেন্ট টিচার অ্যাওয়ার্ড প্রাপক। নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের শিক্ষক। (জ.১৮৯২)
১৯৮৯ - মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশী চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা। (জ. ১৯১১)
১৯৯০ - লেন হাটন, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯১৬)
১৯৯৬ - সালমান শাহ, বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। (জ. ১৯৭১)
১৯৯৭ - পি. এইচ. নিউবি, ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক। (জ. ১৯১৮)
১৯৯৮ - আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯১০)
২০১১ - মাইকেল এস হার্ট, ছিলেন আমেরিকান লেখক, গুটেনবার্গ প্রকল্পের প্রতিষ্ঠাতা। (জ. ১৯৪৭)
২০১৭ - কেইট মিলেট, মার্কিন নারীবাদী লেখক ও সমাজকর্মী। (জ. ১৯৩৪)
২০১৭ - লতফি জাদেহ, ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। (জ. ২০১৭)
২০১৮ - বার্ট রেনল্ডস, আমেরিকান অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। (জ. ১৯৩৬)
২০১৯ - রবার্ট মুগাবে, জিম্বাবুয়ের রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন ছিলেন। (জ. ১৯২৪)

ছুটি ও অন্যান্য

ডায়াবেটিস সেবা দিবস ৷
জাতীয় বই পড়া দিবস
জাতীয় বর্ণান্ধতা সচেতনতা দিবস

Link copied!