টাঙ্গাইলের সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজের পাশে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির মালিক নূরুল ইসলাম (৪৫) সাত মাস আগে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের আমছের আলীর ছেলে ইমন (২৭) ও আমিনুলের (৩০) কাছ থেকে জমি কেনেন। পরবর্তী সময়ে সেখানে বাড়িঘর নির্মাণ করে নূরুল ইসলাম সপরিবারে প্রবাসে চলে যান। গত বৃহস্পতিবার বিকেলে ইমন ও আমিনুলসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন অতর্কিত হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর করে এবং ভেতরের আসবাবপত্র নিয়ে চলে যায়। সখীপুর থানার ওসি মো. আবুল কালাম ভূঁইয়া জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন