সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর খেয়াঘাটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী পানসী নৌকাবাইচ প্রতিযোগিতা। আয়োজন ঘিরে নদীর তীরজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি।
প্রতিযোগিতায় ১২টি পানসি নৌকা অংশগ্রহণ করে। এগুলো হলো- শেরেবাংলা ভিটাপাড়া ১, বস্তাল এক্সপ্রেস পাবনা, স্বপ্নের তরী ভাইমারা, দুরন্ত গোহালা, বাংলার বাঘ রেশমবাড়ী, নিউ শাড়ির ভিটা, এলংজানি এক্সপ্রেস, একতা চ্যালেঞ্জার, কৈবর্তগাতী নিউ একতা এক্সপ্রেস, আল মদিনা এক্সপ্রেস চিনাধুকুরিয়া, নাসির এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, শেরেবাংলা ভিটাপাড়া।
নৌকাবাইচকে ঘিরে সকাল থেকেই রামকান্তপুর খেয়াঘাটে ভিড় জমতে থাকে দর্শকদের। নদীর দুই পাড়ে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত হন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন