কুষ্টিয়ার খোকসায় ক্লাস-পরীক্ষা চলাকালে স্কুলের মাঠে রিপন হোসেন নামের এক বিএনপি নেতার ভূরিভোজের আয়োজন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। পরে এ ইস্যুতে বিবৃত দিয়েছেন উপজেলা ও জেলার শীর্ষ নেতারা।
এর আগে গত বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দলীয় কর্মীদের ভূরিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দাবি করা রিপন হোসেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গত বুধবার রাতে দুটি গরু জবাই করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ৫০টি সসপ্যানে ৭ মণ মাংস ও বিরিয়ানি রান্না করা হয়। এরপর দুপুর পর্যন্ত রান্না ও ভূরিভোজ চলে। এ সময় শিশুশিক্ষার্থীরা বারবার রান্নার কাছে ছুটে যায়। এমন ঘটনায় স্কুলের শিক্ষক-অভিভাবকরা ক্ষোভ জানান। সমালোচনার মুখে পরে এমন কর্মকা-ে দুঃখ প্রকাশ করেন রিপন হোসেন।
এমন কর্মকণ্ডে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান সমালোচনা করার পর কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার দাবি করেছেন, রিপনের সঙ্গে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো সম্পর্ক নেই। বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে এ-সংক্রান্ত একটি বিবৃতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন তিনি।
পোস্টে প্রকৌশলী জাকির হোসেন সরকার উল্লেখ করেন, ‘কুষ্টিয়া জেলার অন্তর্গত খোকসা উপজেলার তথাকথিত ‘রিপন হোসেন’-এর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খোকসা উপজেলা শাখা অথবা এর কোনো অঙ্গ সংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন