সিরাজগঞ্জের সলঙ্গা থানার ফুলজোড় নদীর ভুঁইয়াগাঁতী সেতুসংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে তেলিজানা ও ভুঁইয়াগাঁতী গ্রামের বাসিন্দারা। এ সময় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বালু ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল দুপুরে নদীর পাড়ে বসতবাড়ির পাশে বসানো বাংলা ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘ চার-পাঁচ মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি প্রভাবশালী মহল। এতে নদীভাঙনের পাশাপাশি আশপাশের কৃষিজমি ও সেতুটিরও ব্যাপক ক্ষতি হচ্ছিল বলে জানান স্থানীয়রা। এ অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন।
আপনার মতামত লিখুন :