বগুড়ার শেরপুর উপজেলার শালফা পূর্বপাড়ায় যুব সমাজের উদ্যোগে আয়োজিত হলো ঐতিহ্যবাহী লাঠিখেলা। গত রোববার বিকেলে অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় গ্রামজুড়ে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইনছান আলী এবং প্রধান বক্তা ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। উদ্বোধক হিসেবে লাঠিখেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রুপম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, বিএনপি নেতা কসিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন (সবুর), আমিনুল ইসলাম অদুদ, আব্দুস সামাদ, সানোয়ার হোসেন, মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদ আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আবু রায়হান রঞ্জু প্রমুখ।
বক্তারা বলেন, আধুনিকতার যুগে অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে যেতে বসেছে। লাঠিখেলার মতো ঐতিহ্যবাহী আয়োজন নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতিকে তুলে ধরবে। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি ঐতিহ্যবাহী খেলাগুলোকেও টিকিয়ে রাখতে হবে। এ আয়োজন সফল করায় শালফা গ্রামের যুব সমাজকে ধন্যবাদ জানান অতিথিরা।
আপনার মতামত লিখুন :