ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বালু উত্তোলনে আটক ৩

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০১:১১ এএম

বগুড়ার গাবতলীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ধ্বংস করা হয়েছে একটি ড্রেজার মেশিন এবং আটক করা হয়েছে ৩ জনকে।
গত মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে। সারিয়াকান্দি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরাফাত ও ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমানের নেতৃত্বে গাবতলী উপজেলার নিজ কাঁকড়া বিল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি অবৈধ ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। তারা হলেন- গাবতলীর বুরুচ এলাকার রতন, রানা ও রুবেল। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। তিনি আটককৃতদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।