শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:৫১ এএম

পার্ক নির্মাণে দেড় বছরেও নেই অগ্রগতি, উদ্বিগ্ন পৌরবাসী

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:৫১ এএম

পার্ক নির্মাণে দেড় বছরেও নেই অগ্রগতি, উদ্বিগ্ন পৌরবাসী

মেহেরপুরের গাংনী পৌরসভার একমাত্র সম্ভাব্য বিনোদন কেন্দ্র, পৌর পার্কটি দীর্ঘ দেড় বছরেও আলোর মুখ দেখেনি। প্রকল্পের যাবতীয় অনুমোদন, অর্থ বরাদ্দ ও ঠিকাদার নিয়োগ সম্পন্ন হলেও অজানা কারণে থমকে আছে নির্মাণকাজ। এতে হতাশ ও ক্ষুব্ধ গাংনীবাসী।

গাংনী পৌরসভা সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের অধীনে ইম্প্রুভিং আরবান গভার্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের আওতায় গাংনী পৌর এলাকায় একটি আধুনিক বিনোদন পার্ক নির্মাণের প্রকল্প অনুমোদন পায় ২০২৪ সালের এপ্রিল মাসে। ব্যয় ধরা হয় ১৪ কোটি ২৩ লাখ ১৮ হাজার ৭২২ টাকা।

প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় গাংনী পৌরসভা। টেন্ডার আহ্বান করা হয় ৩০ এপ্রিল ২০২৪, এবং ২৬ মে ২০২৪ তারিখে মেসার্স জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স নামক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরুর জন্য চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী এক বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও, এখন পর্যন্ত একটি ইটও বসেনি।

পার্ক নির্মাণের জন্য পূর্ব মালশাদাহ এলাকায় জমি নির্ধারণ করা হলেও, স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহলের আপত্তি ও ‘খোড়া অজুহাতের’ কারণে কাজ শুরু হয়নি বলে অভিযোগ করছেন পৌরবাসী।

গাংনী পৌরসভার একজন বাসিন্দা আমিরুল ইসলাম অল্ডাম বলেন, ‘গাংনীতে শিশু ও কিশোরদের জন্য কোনো বিনোদন কেন্দ্র নেই। একটি পার্ক নির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।’

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, ‘পার্কটি গাংনীর উন্নয়নের একটি বড় ধাপ হতে পারত। কিন্তু কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে বাধা সৃষ্টি করে প্রকল্পটি আটকে রেখেছে। তাদের কারণে গাংনীবাসীর স্বপ্ন থমকে গেছে।’

তিনি আরও জানান, দ্রুত কাজ শুরু না হলে প্রকল্পের বরাদ্দকৃত অর্থ ফেরত যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে গাংনী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি এখনো আমার জানা ছিল না। তবে বিস্তারিত জেনে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

গাংনীর অনেকেই মনে করেন, পার্কটি বাস্তবায়িত হলে জনবহুল এই পৌর এলাকায় শিশু-কিশোর, বয়স্কসহ সব বয়সি মানুষের জন্য একটি মানসম্মত বিনোদন কেন্দ্র গড়ে উঠবে। তাই তারা দ্রুত সময়ের মধ্যে পার্ক নির্মাণকাজ শুরুর দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!